Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Vijay Sale: স্বাধীনতা দিবসে সুবর্ণ সুযোগ, ইলেকট্রনিক্স সামগ্রী কিনুন 75% ছাড়ে

মধ্যরাত্রে ভারত পদার্পণ করবে 76 তম স্বাধীনতা দিবসে। আর বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে তুলতে আমাদের এই নিবন্ধটি আপনার জন্য হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিপূর্বে দীপাবলী কিংবা দুর্গাপূজা উপলক্ষে Flipkart…

Avatar

মধ্যরাত্রে ভারত পদার্পণ করবে 76 তম স্বাধীনতা দিবসে। আর বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে তুলতে আমাদের এই নিবন্ধটি আপনার জন্য হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিপূর্বে দীপাবলী কিংবা দুর্গাপূজা উপলক্ষে Flipkart কিংবা Amazon থেকে বিশেষ ডিসকাউন্টে কিনেছেন পণ্য। তবে সেই ডিসকাউন্টের পরিমাণ ছিল হাতে গোনা। 10% থেকে 20% ডিসকাউন্ট পেয়ে আনন্দে আপ্লুত হয়েছেন আপনারা। তবে আজ আমরা আপনাদের এমন একটি বিশেষ অফার সম্পর্কে জানাতে চলেছি, যেটি দেখলে নিঃসন্দেহে অবাক হবেন আপনি।

আজ্ঞে হ্যাঁ, ভারতের স্বাধীনতা দিবস পূর্তিতে বিশেষ অফার ঘোষণা করেছে ‘বিজয় সেল স্টোর’। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্যের ওপর এই বিশেষ ডিসকাউন্ট প্রদান করবে তারা। সমস্ত ধরনের ইলেকট্রনিক্স পণ্যের উপর ডিসকাউন্ট থাকলেও Apple-এর পন্য সামগ্রীর উপর সর্বাধিক ছাড় দেবে তারা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নিবন্ধের শুরুতে আমরা আপনাদের জানিয়ে রাখি, iPhone 14-এর পাশাপাশি Apple-এর সমস্ত ধরনের পণ্যের উপর বড় ডিসকাউন্ট ঘোষণা করেছে ‘বিজয় সেল’। যে সুযোগটি ব্যবহার করে আপনি iPhone 14-এর মতো দুর্দান্ত স্মার্টফোন ক্রয় করতে পারবেন কয়েক হাজার টাকা ছাড়ে। উল্লেখ্য, বর্তমানে iPhone 14-এর 128GB ভেরিয়েন্টের দাম 79,900 টাকা। কিন্তু আপনি বিজয় সেল স্টোর থেকে এটিকে মাত্র 69,900 টাকায় কিনতে পারবেন।

এখানেই শেষ নয়, যদি আপনার কাছে HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড থাকে, তবে মূলদামের ওপর আরও 4 হাজার টাকা ছাড় পাবেন। একই সময়ে Apple দ্রব্যের সাথে আপনি 15000 টাকার এক্সচেঞ্জ অফার পাবেন। এছাড়া MacBooks, iPads, Apple Watches, AirPods Pro (2nd Generation), Protect+ এবং Apple Accessories-এ বিশেষ ডিসকাউন্ট পাবেন আপনি। পাশাপাশি একাধিক স্মার্টওয়াচ কিনতে পারবেন সর্বোচ্চ 75% ছাড়ে। দুর্দান্ত এই মেগা অফারটি গ্রহণ করতে হলে অবশ্যই আপনাকে ভিজিট করতে হবে নিকটবর্তী বিজয় সেল স্টোরে।

About Author