Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

অর্জুন কাপুরের বোন সৌন্দর্যের দিক থেকে মালাইকা অরোরাকেও টেক্কা দেবে, হটনেস দেখে পাগল হলেন ভক্তরা

অর্জুন কাপুর, বলি দুনিয়ায় সবথেকে চর্চার মধ্যে থাকা অভিনেতাদের মধ্যে একজন তিনি। তার প্রতিটি সিনেমা বলিউডে মুখ থুবড়ে পড়লেও, এখনো তিনি নিজের ফেম টিকিয়ে রেখেছেন। তার অভিনয় ভালো, তবে তার…

Avatar

অর্জুন কাপুর, বলি দুনিয়ায় সবথেকে চর্চার মধ্যে থাকা অভিনেতাদের মধ্যে একজন তিনি। তার প্রতিটি সিনেমা বলিউডে মুখ থুবড়ে পড়লেও, এখনো তিনি নিজের ফেম টিকিয়ে রেখেছেন। তার অভিনয় ভালো, তবে তার ভাগ্যই খারাপ বলা যায়। এই কারণেই তার বিশেষ কোনো সিনেমা হিট হয়না। তবে, তিনি যে একেবারে খবরের বাইরে চলে গেছেন, সেরকম না। বলতে গেলে তিনি এখনো ভালোমতই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়। তার কারণ অবশ্য তার সিনেমা বা তার অভিনয় না, তার প্রেমিকা মালাইকা আরোরা। মালাইকার সঙ্গে এই সম্পর্কের কারণে তিনি সকলের নজরে এখনো রয়েছেন। তাদের দুজনের রসায়নের প্রশংসা সকলেই করেন। তবে এবারে অর্জুন শিরোনামে তার প্রেমিকার জন্য না, বরং তার বোনের জন্য। তার বোনের সৌন্দর্য্য নিয়ে আজকে সোশ্যাল মিডিয়ায় সবাই কথা বলছে।

অর্জুন কাপুর তার সুন্দরী বান্ধবী মালাইকা অরোরার কারণে লাইমলাইটে থাকলেও সম্প্রতি এই অভিনেতা তার বোনের কারণে লাইমলাইটে এসেছেন। আপনাদের জানিয়ে রাখি যে, অর্জুন কাপুরের তিনটি বোন রয়েছে, যার মধ্যে দুই বোন জানভি এবং খুশি বলিউডে পা রেখেছেন, তবে তার নিজের বোনও রয়েছেন, যার কমনীয় শৈলী ও সৌন্দর্য্য সম্প্রতি মানুষকে পাগল করে তুলেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অর্জুন কাপুরের বোন সৌন্দর্যের দিক থেকে মালাইকা অরোরাকেও টেক্কা দেবে, হটনেস দেখে পাগল হলেন ভক্তরা

অর্জুন কাপুরের বোন অনশুলা তার শারীরিক পরিবর্তনের জন্য আজকাল সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে রয়েছেন। অনশুলা তার সাহসিকতা দিয়েও ভক্তদের একেবারে পাগল করে দিয়েছেন। কখনো সে তার সামাজিক পোস্টের কারণে লাইমলাইটে আসেন, কখনো বা তার পারিবারিক ছবির কারণে। অন্যদিকে, আনশুলা তার ইনস্টাগ্রামে তার একটি ছবি শেয়ার করেছেন, যাতে তাকে সুইমিং পুলের পাশে বসে নীল মনোকিনিতে পোজ দিতে দেখা যায়। এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় আসা মাত্রই বেশ ভাইরাল হয়েছে।

About Author