আর নয় দুশ্চিন্তা, এবার একদিনের ছুটিতেই ঘুরে আসুন সমুদ্রের রানী দীঘা থেকে। আজ্ঞে হ্যাঁ, ভ্রমণ প্রিয় বাঙালির কাছে দীঘাকে আরও আকর্ষণীয় গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতীয় রেলের দক্ষিণ পূর্ব শাখা। আমরা আপনাদের জানিয়ে রাখি, বর্তমানে দীঘায় যাওয়ার একাধিক ট্রেন থাকলেও সেই ট্রেনগুলো রয়েছে ভোরবেলা কিংবা সকালে। ভ্রমণ প্রেমীদের জন্য রাতের বেলা কোনোরকম ট্রেন নেই দীঘায় যাওয়ার। মূলত, বিশেষ এই ঘাটনাটির কথা মাথায় রেখে এবার রাতের বেলায় রেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব রেল।
তবে দক্ষিণ পূর্ব রেলের এই উদ্যোগটি সারা বছরের জন্য নয়। আসন্ন ১৫ই আগস্ট, স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ এই উদ্যোগ গ্রহণ করেছে ভারতীয় রেল। আসলে অফিস কর্মীরা দীর্ঘ কাজের ফাঁকে লম্বা ছুটি পেতে চলেছেন এই সপ্তাহে। ১২ এবং ১৩ তারিখ যথাক্রমে শনিবার ও রবিবার হওয়ার কারণে টানা দুদিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা। পাশাপাশি, ১৫ই আগস্ট পাচ্ছেন জাতীয় ছুটি। মাঝখানের ১৪ই আগস্ট সোমবার ছুটি নিয়ে নিলেই টানা চারদিনের ভ্রমণ প্ল্যান করতে পারবেন তারা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকর্মচারীদের কথা মাথায় রেখে ভারতীয় রেল রাতের বেলা ট্রেন চালানোর এই বিশেষ উদ্যোগ নিয়েছে। ১২ এবং ১৩ আগস্ট সাঁতরাগাছি থেকে রাত্রি ১১টা ৪৫ মিনিটে দিঘার উদ্দেশ্যে যাত্রা করবে বিশেষ এই ট্রেন। পথে উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, তমলুক, দেশপ্রাণ, কাঁথি স্টেশনে স্টপেজ দেওয়ার পর ভোর সাড়ে তিনটে নাগাদ পৌঁছাবে দীঘা। বিশেষ এই ট্রেনটি সকাল ৮টায় দীঘা ছেড়ে সাঁতরাগাছির উদ্দেশ্যে রওনা দেবে ১৩ এবং ১৪ই আগস্ট। আমরা আপনাদের জানিয়ে রাখি, লম্বা ছুটি উপভোগ করতে এই সময় দীঘায় যাওয়ার জন্য দীর্ঘ লাইন দেন বাঙালিরা। ফলে বিশেষ এই ট্রেন পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করবে বলে মনে করছেন ভারতীয় রেলের কর্মকর্তারা।