বিশাখাপত্তম ও পুনেতে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টে ভারতের দূর্ধ্বংস ব্যাটিং ও বোলিংয়ে খড়কুটোর মতো উড়ে গেছে প্রোটিয়ারা।
এখন রাঁচিতে তৃতীয় টেস্ট চলছে। এই টেস্ট হেরে গেলে ভারত, দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করবে। তাই দুপক্ষই জেতার জন্য মরিয়া। সাউথ আফ্রিকা অন্তত এই টেস্টটি জিতলে তাদের সম্মান একটু হলেও রক্ষা পাবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতৃতীয় টেস্টের শুরুটা খুব একটা ভালো হয়নি ভারতের। আগারওয়াল মাত্র ১০ রান করে আউট হয়ে যায়। আর পূজারা কোনো রান সংগ্রহ না করেই আউট হয়ে যায়। ক্যাপ্টেন কোহলিও কোনো আশা দেখাতে পারেনি। মাত্র ১২ রান করে আউট হন তিনি।
তারপর রোহিত শর্মা ও রাহানে খেলার হাল ধরে। তাদের দুজনের সেঞ্চুরির ওপর ভর করে বর্তমানে চালকের আসনে ভারত। রোহিতের সংগ্রহ ১৭৯ রান (নট আউট) এবং রাহানের সংগ্রহ ১১৫ রান(আউট)।
দেখে নিন বর্তমানে ভারতের স্কোর: ৩৩০-৪(৮১.৩)
আগরওয়াল (১০)
রোহিত(১৮৩)
পূজারা(০)
কোহলি(১২)
রাহানে(১১৫)
জাদেজা(৬)