Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Maruti Suzuki: মারুতি সুজুকির এই গাড়িগুলির উপরে পাচ্ছেন ৬০ হাজার টাকা দারুন ডিসকাউন্ট, অফার শুধুমাত্র আগস্ট মাস পর্যন্তই

দেশের সবথেকে বড় গাড়ি নির্মাতা সংস্থা maruti suzuki এমনিতেই ভারতের মানুষের কাছে খুবই প্রিয়। আগস্ট মাসে এই কোম্পানিটি বিভিন্ন গাড়ির উপরে ব্যাপক ডিসকাউন্ট অফার জারি করেছিল। এই অফার আপনারা মারুতি…

Avatar

দেশের সবথেকে বড় গাড়ি নির্মাতা সংস্থা maruti suzuki এমনিতেই ভারতের মানুষের কাছে খুবই প্রিয়। আগস্ট মাসে এই কোম্পানিটি বিভিন্ন গাড়ির উপরে ব্যাপক ডিসকাউন্ট অফার জারি করেছিল। এই অফার আপনারা মারুতি সুজুকি কোম্পানির কয়েকটি স্পেশাল গাড়ির ক্ষেত্রেই পাচ্ছিলেন। এরমধ্যে বেশ কিছু ক্যাশ বোনাস এবং তার সাথেই রয়েছে কিছু এক্সচেঞ্জ বোনাস অপশন। তাহলে চলুন জেনে নেওয়া যাক আগস্ট মাসে, এই সমস্ত গাড়ির উপরে কি রকম ডিসকাউন্ট অফার দেওয়া হয়েছে।

১. Maruti WagonR

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই গাড়ির উপরে এই মুহূর্তে ৫৪ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে মারুতি সুজুকি কোম্পানি। LXI ও VXI সিএনজি মডেলের উপরে ৩০ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট দেওয়া হয়েছে। এক্সচেঞ্জ করার জন্য ২০ হাজার টাকা সর্বাধিক ডিস্কাউন্ট আপনি পাচ্ছেন। অন্যান্য সব ম্যানুয়াল এবং AMT ভেরিয়েন্টের উপরে ২৫,০০০ টাকার অফার পাচ্ছেন আপনি।

২. Maruti S presso

এই গাড়ির উপরেও ৫৪ হাজার টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এই ডিসকাউন্ট ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে LXI Plus ও VXI এবং সিএনজি মডেলের উপরে দেওয়া হচ্ছে। অটোমেটিক ভেরিয়েন্ট এর উপরে ৩০০০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে।

৩. Maruti Celerio

এই গাড়ির উপরে এই মুহূর্তে ৫৫ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে মারুতি সুজুকি। এই গাড়ির ম্যানুয়াল ভেরিয়েন্টের উপরে এই ডিসকাউন্ট দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে বেস ভেরিয়েট এবং অটোমেটিক ভেরিয়েন্ট এর উপরে রয়েছে ৩০ হাজার টাকা ডিস্কাউন্ট।

৪. Maruti Swift

এই গাড়িতে আপনারা পাচ্ছেন ৬০ হাজার টাকা ডিসকাউন্ট। ম্যানুয়াল ট্রান্সমিশন অপশন এর ক্ষেত্রে আপনারা এই ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন। কিন্তু, Lxi ভেরিয়েন্টের উপরে ১৫ হাজার টাকা এক্সচেঞ্জ বোনাস দেওয়া হচ্ছে।

৫. Maruti Eeco

আগস্ট মাসে এই গাড়িতে আপনারা পাচ্ছেন ২৯ হাজার টাকা ডিসকাউন্ট। এছাড়াও সিএনজি ভেরিয়েন্ট এর উপরে ১০ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে।

About Author