সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে যোতিকা পাসওয়ান নামের এক যুবতীকে হিট ভোজপুরি গানের তালেই নেটনাগরিকদের একাংশের নজর আকর্ষণ করতে দেখা গিয়েছে। এদিন কেশরী লাল যাদবের গানের তালেই ঘরের মধ্যে দক্ষ নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছিল যোতিকাকে। ‘ফুল বেলপাতা’ গানের তালেই তাল মিলিয়েছিলেন তিনি। পরেছিলেন মানানসই কালো রঙের শাড়িও। এর আগেও একাধিক ভোজপুরি গানে রিল বানাতে দেখা গিয়েছিল তাকে। তবে এই মুহূর্তে নিজের এই সাম্প্রতিক ঝলকের সূত্র ধরেই নেটজনতার পাশাপাশি ভোজপুরি দর্শকদের একাংশের মন কেড়েছেন যোতিকা।View this post on Instagram
Bhojpuri Dance: কেশরী লাল যাদবের গানে দুর্দান্ত নাচ যোতিকার, ভাইরাল হল ঝলক
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরেছেন। ফলও পেয়েছেন হাতেনাতে। বর্তমান…

আরও পড়ুন