পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখতে গাড়ির দুনিয়ায় বিগত কয়েক বছরের নানাবিধ পরিকল্পনা গ্রহণ করেছে ভারতের অন্যতম সেরা গাড়ি নির্মাণ কোম্পানি মারুতি সুজুকি। সবচেয়ে সস্তার গাড়ি তো বটেই, ডিজাইন এবং অবিশ্বাস্য মাইলেজের কারণে বিগত কয়েক বছর ধরে ভারতের বাজারে একছত্র অধিপত্য বিস্তার করেছে সর্বজনবিদিত এই কোম্পানিটি। তবে ভারত সরকারের পরিবর্তিত নির্গমন নিয়মের কারণে 2023 সালের মার্চের পর থেকে মারুতি সুজুকি তাদের সর্বাধিক বিক্রি হওয়া Alto 800 গাড়িটির উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হয়।
ভারতের বাজারে সর্বাধিক বিক্রি হওয়া এই গাড়িটির উৎপাদন বন্ধ হলেও বর্তমানে কিছু শো-রুমে বিক্রি হচ্ছে এই গাড়িটি। যদি বাজার মূল্যের কথা বলি, তবে শহর এবং অঞ্চল ভেদে গাড়িটি 3.1 লাখ টাকায় পাওয়া যায়। তবে শুধুমাত্র স্টকে থাকা গাড়িগুলি বিক্রি করতে পারবে মারুতি সুজুকি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআমরা আপনাদের জানিয়ে রাখি, Maruti Alto 800 উৎপাদন বন্ধ হওয়ার পাশাপাশি গ্রাহকদের জন্য নতুন দ্বার উন্মুক্ত করেছে ভারতীয় এই জনপ্রিয় গাড়ি নির্মাণ কোম্পানিটি। গ্রাহকদের চাহিদা পূরণ করতে সম্প্রতি বাজারে Alto-K সিরিজের গাড়ি লঞ্চ করেছে মারুতি। জানা গেছে, Alto 800 গাড়ির বিকল্প হিসেবে Alto K10 গাড়িটি বাজারে লঞ্চ করেছে মারুতি সুজুকি।
শুধু নতুন সিরিজ নয় বরং একাধিক নতুন ফিচার্সের সংযুক্তিকরণ ঘটেছে Alto K10 গাড়িটিতে। 20 কিংবা 25 কিলোমিটার নয়, 35 কিলোমিটার মাইলেজের সঙ্গে বাজারে লঞ্চ করা হয়েছে নতুন এই গাড়িটিকে। যদি দুর্দান্ত এই গাড়িটির দামের কথা বলি, তবে 3.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকার কাছাকাছি দাম হবে গাড়িটির বিভিন্ন মডেলের।
Alto K10 গাড়িটির সেফটি ফিচারের মধ্যে রয়েছে ডুয়াল এয়ারব্যাগ, অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS), ইলেকট্রনিক ব্রেক ফোর্স ডিস্ট্রিবিউশন (EBD), প্রি-টেনশনার, ফোর্স লিমিটার ফ্রন্ট সিট বেল্ট, রিভার্স পার্কিং সেন্সর, স্পিড সেন্সিং অটো ডোর লক এবং হাই স্পিড অ্যালার্ট-সহ আরও একাধিক জরুরি ফিচার। এছাড়া সর্বমোট 6টি কালারে ভারতের বাজারে উপলব্ধ রয়েছে গাড়িটি।