ঝলকের শুরুতেই দেখা যাচ্ছে চাকা ছাড়াই এক ব্যক্তি টেম্পু নিয়ে সোজা রাস্তা দিয়ে নির্দ্বিধায় এগিয়ে যাচ্ছেন। আর সেই পুরো ব্যাপারটি পিছন থেকে ক্যামেরাবন্দি করেছিলেন এক বাইক আরোহী। ঝলকে দেখা যাচ্ছে টেম্পুর পিছনের ডান দিকের চাকা না থাকায় সেটি একটি বড় কাঠের পাঠাতন দিয়ে আটকে রাখা হয়েছে, আর যার উপর ভর করেই নির্দ্বিধায় এগিয়ে যাচ্ছিল টেম্পুটি। এই দৃশ্য দেখে নিঃসন্দেহে অবাক হয়েছেন অধিকাংশই। একাংশের মত, এমন কাজ সত্যিই বুদ্ধিমত্তার পরিচয় দেয়। এগুলো স্কুলে শেখানো না হলেও, যে যথেষ্ট নজর কাড়ার মতই বিষয়, তা বলাই বাহুল্য।#jugaad for everything ….they do not teach this in any school !!! pic.twitter.com/XReYCjLI4z
— Rajesh Shah (@RajeshS48060660) August 7, 2023
Viral: চাকা ছাড়াই চালানো হল গাড়ি, এক বাইক আরোহীর সূত্রেই ভাইরাল ভিডিও
সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে বিনোদনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম হয়ে উঠেছে। ৮-৮০ প্রায় সকলেই সোশ্যাল মিডিয়াকে নিজেদের অবসরের সঙ্গী হিসেবে ধরে নিয়েছেন। আর এই অবস্থায় তারা নিজেদের বেশিরভাগ সময়টাই…

আরও পড়ুন