খুব সম্প্রতি মনীষা নিজের একটি সাম্প্রতিক রিল ভিডিও শেয়ার করে নিয়েই চর্চায় উঠে এসেছেন। খুব সম্ভবত কোন বোল্ড ফটোশুটের সূত্র ধরেই এই পোশাকে সেজেছিলেন তিনি। এদিন ‘মেরা তান ডোলে’র তালেই দুধ সাদা শর্ট ড্রেসে ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন তিনি। খোলা চুলে, মানানসই নিউড মেকাপে, সাদা হাইহিল পরেছিলেন মনীষা। ফ্লন্ট করেছিলেন নিজের ওয়েভি ফিগারও। আপাতত, বলিউডের গানের তালে তাল মিলিয়েই নেটনাগরিকদের একাংশের মাঝে তাপমাত্রা ছড়িয়েছেন তিনি। উষ্ণতা বাড়িয়েছেন সোশ্যাল মিডিয়ারও।
‘মেরা মন দোলে’ গানে হট ডান্স করলেন মনীষা রানী, মেয়ের গ্ল্যামার দেখে হতবাক ভক্তরাও
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরেছেন। ফলও পেয়েছেন হাতেনাতে। বর্তমান…

আরও পড়ুন