সাম্প্রতিক ঝলকে রেখাকে জনপ্রিয় ভোজপুরি গানের তালেই তাল মেলাতে দেখা গিয়েছে। এদিন প্রিন্টেড শিফন শাড়ি ও সবুজ রঙের ডিজাইনার ব্লাউজেই সেজেছিলেন তিনি। খোলা চুলে হালকা মেকাপ নিয়েছিলেন তিনি। আপাতত, ‘লাহেরিয়া’র তালেই তাল মিলিয়ে নেটনাগরিকদের একাংশের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। ক্যামেরার সামনে এই ধরনের রিল ভিডিও বানাতে তিনি যথেষ্ট সাবলীল, তা তাকে দেখলেই স্পষ্ট হয়। তার সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই এমন আরো একাধিক ঝলক নজরে আসবে। উল্লেখ্য, এর আগেও নেটমাধ্যমে চর্চার আলো কেড়েছিলেন তিনি।View this post on Instagram
Dance Video: ভোজপুরি গানে একাংশের হুঁশ ওড়ালেন এই মহিলা, রইল ঝলক
বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান…

আরও পড়ুন
আবার নোটবন্দি? রাতারাতি ৫০০ টাকার নোট বাতিল হলে কী করবেন?