Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

দাম ৬ লক্ষ টাকারও কম, মারুতির এই সস্তা গাড়ির জন্য মানুষ পাগল, সবচেয়ে বেশি বিক্রি হয়েছে

আজকের ডিজিটাল দুনিয়ায় প্রত্যেক বাড়ির প্রয়োজন হয়ে উঠেছে একটি গাড়ি। আজকাল সবাই অন্তত নিজের কাছে একটা না একটা গাড়ি রাখছেন। মারুতি সুজুকির একটি গাড়ি মানুষের সমস্ত স্বপ্নকে পূরণ করতে সক্ষম…

Avatar

আজকের ডিজিটাল দুনিয়ায় প্রত্যেক বাড়ির প্রয়োজন হয়ে উঠেছে একটি গাড়ি। আজকাল সবাই অন্তত নিজের কাছে একটা না একটা গাড়ি রাখছেন। মারুতি সুজুকির একটি গাড়ি মানুষের সমস্ত স্বপ্নকে পূরণ করতে সক্ষম হয়েছে। এই গাড়িটি হলো মারুতি সুজুকি Alto K10। এই সুন্দর গাড়িটির প্রারম্ভিক মূল্য মাত্র ৪ লক্ষ টাকা। শুধু তাই নয় সিএনজিতে এই গাড়িটি প্রায় ৩৪ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দিয়ে থাকে। সব মিলিয়ে বর্তমান দুনিয়ায় এই গাড়িটি যে ভারতীয়দের অত্যন্ত পছন্দের একটি গাড়ি হয়ে উঠেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

আপনাদের জানিয়ে রাখি ভারতীয় বাজারে এই গাড়িটি ২০০০ সালে লঞ্চ করা হয়েছিল। তবে কোম্পানি কিছুদিন আগেই জানিয়েছে যে এখনো পর্যন্ত এই গাড়ির ৪৫ লক্ষ ইউনিট বিক্রি হয়ে গিয়েছে। এই সংখ্যাটা নিজের মধ্যেই একটা বিশাল বড় রেকর্ড বলা চলে। এই গাড়িতে একটি এক লিটারের জবরদস্ত ইঞ্জিন দেওয়া হয়েছে, যার টপ মডেলের দাম ৫.৯৬ লক্ষ টাকা। এই গাড়ির হুইল বেস হলো ২৩৮০ মিলিমিটার। অর্থাৎ দেখতে গেলে, খুব সরু সরু রাস্তাতেও এই গাড়ি খুব সহজে চালানো যেতে পারে। এই গাড়িতে একটি ৯৯৮ সিসি ক্ষমতা বিশিষ্ট ইঞ্জিন দেওয়া হয়েছে যা ৫৫.৯২ থেকে ৬৫.৭১ bhp পাওয়ার দিতে পারে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই গাড়িতে একটি ফাইভ স্পিড ট্রান্সমিশন অটোমেটিক টেকনিক দেওয়া হয়েছে। এই গাড়ির পেট্রোল ভার্সনের মাইলেজ ২৪.৩৯ থেকে ২৪.৯ কিলোমিটার প্রতি লিটার। এই গাড়িতে ২১৪ লিটারের বুট স্পেস দেওয়া হয়। সব মিলিয়ে এই গাড়িটি আপনি চারটি ভেরিয়েন্টে পাবেন। এছাড়াও রয়েছে ছয়টি রঙের বিকল্প।

About Author