দেশীয় বাজারে এই মুহূর্তে যে সমস্ত স্কুটার সব থেকে বেশি জনপ্রিয় তাদের মধ্যে অন্যতম হলো হণ্ডা অ্যাক্টিভা। এই ইলেকট্রিক স্কুটারটি ভারতীয় জনতার কাছে অত্যন্ত আকর্ষণের কারণ এই স্কুটারে আপনি অত্যাধুনিক কিছু ফিচার পেয়ে যান যেগুলো আপনি গাড়িতে পাবেন। Honda Activa H স্মার্ট স্কুটারটি এই কোম্পানির সব থেকে উন্নত প্রযুক্তির উপর নির্মিত হয়েছে। এই নতুন স্কুটারে আপনি কি লেস এন্ট্রি ফিচার দেখতে পাবেন, যা এই মুহূর্তে শুধুমাত্র গাড়িতে দেখতে পাওয়া যায়। এছাড়াও একটি দুরন্ত শক্তিশালী ইঞ্জিন এবং দুর্দান্ত স্টোরেজ স্পেস অফার করে থাকে এই স্কুটার।
6G H হণ্ডা অ্যাক্টিভা স্কুটারটি ৮২,২৩৪ টাকার প্রারম্ভিক মূল্যে বাজারে আনা হয়েছে। তবে এই ইলেকট্রিক স্কুটারের বাজার মূল্য কিন্তু ৯৫ হাজার টাকার উপরে হবে। তবে যদি আপনার বাজেট কম হয় তাহলে আপনি ফাইন্যান্স প্লান ব্যবহার করে মাত্র ১১ হাজার টাকা মূল্যে এই স্কুটার আনতে পারবেন বাড়িতে। আমরা আপনাকে এরকম একটি ফাইন্যান্স প্লান সম্পর্কে বলতে চলেছি যেখানে আপনি মাত্র ১১ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে স্কুটার বাড়িতে নিয়ে আসতে পারবেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআপনি যদি এই ফাইন্যান্স প্লান ব্যবহার করে হোন্ডার এই নতুন স্কুটার কিন্তু চান তাহলে আপনাকে ১১ হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে। অন্যদিকে বাকি ৮৪ হাজার টাকা আপনি ঋণ নিতে পারবেন ব্যাংকের থেকে। ব্যাংকের নীতি অনুযায়ী আপনাকে সে ক্ষেত্রে ৯.৭ শতাংশ হারে সুদ দিতে হবে। অর্থাৎ এই ইএমআই জমা দেওয়ার জন্য ২,৭১০ টাকা করে প্রত্যেক মাসে আপনাকে পেমেন্ট করতে হবে। তবে হ্যাঁ, এই স্কুটার কিনলে আপনার কোনোভাবেই ক্ষতি হবে না কারণ এই স্কুটারে আপনি ৬০ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পাবেন। তাই যদি কম বাজেটের মধ্যে আপনি একটি স্কুটার কিনতে চান তাহলে এটি হতে চলেছে আপনার সবথেকে ভালো অপশন।