এই মুহূর্তে গোটা মিডিয়ার পাতায় আসন্ন দক্ষিণী ছবি ‘জেলার’ নিয়ে চলছে তুমুল চর্চা। এই ছবির সূত্র ধরেই বড়পর্দায় আবারো ফিরছেন রজনীকান্ত। ছবির প্রচারে ব্যস্ত ছবির ছোট থেকে বড় সমস্ত তারকারাই। আর এর মাঝেই ছবির অন্যতম আকর্ষণ হিসেবে সকলের মন ইতিমধ্যেই কেড়ে নিয়েছেন তামান্না ভাটিয়া। ছবিতে ‘কাভালা’ গানের তাহলেই দেখা মিলবে তার। এখন সেই গানই রয়েছে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং তালিকায়। এই গানের তালে এখন রিল বানাচ্ছেন তারকা থেকে সাধারণ সকলেই। এক্ষেত্রে ব্যতিক্রমী নন ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সেনসেশনাল অভিনেত্রী নম্রতা মাল্লাও। আপাতত, উল্লেখ্য গানের তালে তাল মিলিয়েই অধিকাংশের নজর কেড়েছেন তিনি।View this post on Instagram
‘কাভালা’ গানে তামান্নাকেও টেক্কা দিলেন নম্রতা, এমন অঙ্গভঙ্গিতে নাচলেন নায়িকা (VIDEO)
ভোজপুরি অভিনেত্রী নম্রতা মাল্লা জেনিত নিজের বোল্ড লুকের জন্য আবারো ভাইরাল হয়েছেন নেটমাধ্যমের পাতায়। ৩১ বছর বয়সেও তিনি প্রতিমুহূর্তে রীতিমতো উষ্ণতা ছড়ান তার ভক্তদের মনে। আগুন লাগিয়ে দেন নেটদুনিয়ার পাতাতেও।…

আরও পড়ুন