সাম্প্রতিক ভাইরাল হওয়া ফটোশুটের সূত্র ধরেই গোটা সোশ্যাল মিডিয়ার পাতায় রীতিমতো উষ্ণতা ছড়িয়েছেন অভিনেত্রী। ঝলকে অভিনেত্রীকে সুইমিং পুলের মধ্যে থেকেই ক্যামেরার সামনে পোজ দিতে দেখা গিয়েছিল। এদিন হলুদ শাড়ি ও শ্যাওলা রঙের স্লিভলেস ব্লাউজে খোলা চুলে লাস্যময়ী রূপেই সেজে উঠেছিলেন তিনি। আর তার এই রূপের ঝলক ঘায়েল করেছে অধিকাংশকেই। তার ঝলক অবশ্য কমেন্টবক্সেই রয়েছে। কোন সাহসী ফটোশুটের সূত্র ধরেই যে অভিনেত্রী এই বেশে সেজে উঠেছিলেন, তা অভিনেত্রীর শেয়ার করে নেওয়া ঝলকের ডেসক্রিপশনে নজর রাখলেই স্পষ্ট হবে। আপাতত, নিজের এই সাম্প্রতিক হলুদ শাড়ির সূত্রেই নিজের অনুরাগীমহলের একাংশের ঘুম উড়িয়েছেন অভিনেত্রী।View this post on Instagram
Shweta Tiwari: হলুদ শাড়িতে জলকেলিতে মত্ত শ্বেতা তিওয়ারি, লাস্যময়ী রূপ হুঁস ওড়ালেন ভক্তদের
হিন্দি টেলিভিশন জগৎ'এর অন্যতম পরিচিত মুখ শ্বেতা তিওয়ারি। ১৯৯৯ সালে বিজ্ঞাপনের সূত্র ধরেই বিনোদন জগৎ'এ পা রেখেছিলেন তিনি। নয় নয় করে বেশ অনেকগুলো বছরই এই ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী। তবে…

আরও পড়ুন