আজকাল এই 5G পরিষেবা শুরু হওয়ার পর থেকে ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম ব্র্যান্ডগুলি তাদের প্ল্যানের মূল্য অত্যাধিক পরিমাণে বৃদ্ধি করেছে। তবে সরকারি টেলিকম কোম্পানিগুলি এখনও সাধারণ মানুষের কথা ভেবে বাজেট মূল্যে মোবাইল প্ল্যান আনছে। সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL আপনাদের জন্য একটি ধামাকাদার প্ল্যান এনেছে, যা সত্যি লাভজনক হতে পারে আপনার জন্য। এই রিচার্জ একবার করলে অনেকদিন করার আর চিন্তা থাকবে না। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
BSNL কোম্পানি তাদের গ্রাহকদের কথা মাথায় রেখে এবং বাজারের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা জিও কে টেক্কা দিতে একটি অভাবনীয় প্ল্যান এনেছে। এই প্ল্যানের মূল্য মাত্র ৪৮৫ টাকা। এই প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা অনেকগুলি ভালো সুবিধা পাবেন। এই প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি করে ইন্টারনেট ও আনলিমিটেড কলিং সুবিধা পাওয়া যাবে। আর এতে থাকছে ১০০ টি দৈনিক ফ্রি এসএমএস করার সুবিধাও। এই প্ল্যানের বৈধতা থাকবে ৩ মাস অর্থাৎ ৯০ দিন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআপনাকে ৯০ দিনের জন্য খরচ করতে হবে ৪৮৫ টাকা প্ল্যান। সেই হিসাব এ আপনার প্রতিমাসে খরচ হচ্ছে ১৬১ টাকা যা অন্যান্য টেলিকম সংস্থার থেকে অনেক কম। এই প্ল্যান একবার রিচার্জ করতে দীর্ঘদিন চিন্তার দরকার নেই। তাই আপনি এই মাস থেকে রিচার্জ করতে গেলে ব্যাপক খুশি হবেন।