স্টারমার্ক নোট নিয়ে এখন সব জায়গাতেই চলছে ব্যাপক চর্চা। অনেকেই এই ধরনের নোটগুলিকে বৈধ বলে মনে করছেন না বলে খবর আসছে। কিন্তু সম্প্রতি rbi এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই ধরনের নোট কিন্তু একেবারেই বৈধ এবং অন্যান্য বৈধ টেন্ডার প্রাপ্ত নোট এর মতই কাজ করবে এই নোট। ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, যে সমস্ত নোটের নম্বর প্যানেলে স্টারমার্ক থাকবে সেই সমস্ত নোট কিন্তু সম্পূর্ণরূপে বৈধ এবং সেই নোট আপনি ব্যবহার করতেই পারেন সাধারণ নোটের মত। কেউ এই ধরনের নোট গ্রহণ না করলে তার বিরুদ্ধে আপনি ব্যবস্থাও নিতে পারেন।
বিবৃতি জারি করে কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে নোটের নম্বর ছাপানোর সময় ভুল হয়ে গিয়েছিল, সেসব নোটে এরকম স্টার মার্ক দেওয়া হয়েছে। সাধারণত ভারত সরকার এমনভাবে নোট ছাপে, যাতে নোটের বান্ডিলে কোন সমস্যা না হয়। কিন্তু কোনভাবে যদি বান্ডিলে নোট ছাপানোর সময় ভুল হয়ে যায় তাহলেই এই ধরনের স্টারমার্ক বিশিষ্ট নোট জারি করা হয়। এই নোট সম্পূর্ণরূপে বৈধ এবং শুধুমাত্র ভুল প্রিন্টিং এর কারনে এই নোট জারি করা হয়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরবিঅাই জানিয়েছে, “যে কোন স্টার মার্ক বিশিষ্ট নোট সাধারণ নোটের মতই ক্ষমতা ধারণ করবে। এই স্টারমার্ক প্রমাণ করে যে এই নোট একটি ভুল প্রিন্ট হয়ে যাওয়া বা বাতিল হয়ে যাওয়া নোটের বিপরীতে জারি করা হয়েছে।” এই স্টার চিহ্নটি সেই সমস্ত নোটের জায়গায় লাগানো হয় যেখানে সমস্যা হয়েছে। সাধারণত রিপ্রিন্টেড এবং রিপ্লেস করা নোটের ক্ষেত্রে এই স্টার মার্ক ব্যবহার করা হয়। যে নোট খারাপ হয়ে গেছে তার ক্ষেত্রে অনেক সময় এই স্টার মার্ক বিশিষ্ট নোট জারি করা হয়।