Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জানে নিন মেয়েদের কোন গুণগুলি থাকলে ছেলেরা আকৃষ্ট হবে বেশি

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : কে, কখন, কোথায় প্রেমে পড়ে যায় তা বলা খুব মুশকিল। ছেলেরা কিন্তু মেয়েদের কিছু গুণ দেখে তার প্রেমে পড়ে। সমীক্ষা বলছে বেশিরভাগ ছেলেরাই…

Avatar

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : কে, কখন, কোথায় প্রেমে পড়ে যায় তা বলা খুব মুশকিল। ছেলেরা কিন্তু মেয়েদের কিছু গুণ দেখে তার প্রেমে পড়ে। সমীক্ষা বলছে বেশিরভাগ ছেলেরাই চায় তার প্রেমিকার তাঁর ওপর অধিকারবোধ থাকুক। মনোবিদরাও একই কথা বলছেন।
দেখে নিন মেয়েদের কোন গুন গুলো দেখে ছেলেরা বেশি আকৃষ্ট হয়:

১) হাসি: হাসি দ্বারা জয় করা যায় সবকিছুকেই। মেয়েদের মিষ্টি হাসি ছেলেদেরকে ঘায়েল করতে সক্ষম।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

২) সকলের সঙ্গে সহজে মিশে যেতে পারে: ‘সকলের সঙ্গে সহজে মিশতে পারা’ মেয়েদের এই গুণটি ছেলেদের খুবই পছন্দের। কারণ এর মধ্যে থাকে পজেটিভনেস। যা ছেলেদের পছন্দের বিষয়।

৩) যারা সবসময়ই অভিযোগের ঝুড়ি খুলে বসেন না: যেসব মেয়েরা কথায় কথায় অভিযোগ করে না, সবকিছুতেই খুঁতবার করেনা, এমন মেয়েদের ছেলেরা বেশি পছন্দ করে।

৪) শুধু নিজেদের নিয়েই কথা নয়: যারা শুধু নিজেদের জীবন নিয়েই ভাবেন না। সকলের ভালো-মন্দের দিকে নজর রাখে। ছেলেরা তাদের প্রতি আকৃষ্ট হন বেশি।

৫) ব্যালেন্স করে চলার ক্ষমতা রাখেন: জীবনের ভালো-মন্দ সবকিছু নিয়ে ব্যালেন্স করে চলতে পারা মেয়েদের ছেলেরা বেশি পছন্দ করেন।

সুতরাং যেসব মেয়েরা প্রেমে পড়ার কথা ভাবছেন তাদের এইসব টিপস কাজে দেবে।

About Author