Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

খারাপ খবরঃ অবস্থার অবনতি অমিতাভ বচ্চনের

অমিতাভ বচ্চন যিনি বলিউডের বিগ বি নামে পরিচিত। এছাড়াও বলিউডের শাহেনশা তিনি।কয়েক দশক ধরে তাঁর অভিনয়ের জাদু এবং তার কণ্ঠস্বরে মুগ্ধ গোটা বিশ্ব। শোলে মুভিতে জয় থেকে শুরু করে পিঙ্ক…

Avatar

অমিতাভ বচ্চন যিনি বলিউডের বিগ বি নামে পরিচিত। এছাড়াও বলিউডের শাহেনশা তিনি।কয়েক দশক ধরে তাঁর অভিনয়ের জাদু এবং তার কণ্ঠস্বরে মুগ্ধ গোটা বিশ্ব। শোলে মুভিতে জয় থেকে শুরু করে পিঙ্ক ফিল্মে দীপীকা পাডুকনের বাবা প্রতিটি চরিত্রে তিনি নিজেকে অনবদ্য রূপে তুলে ধরেছেন। ৭৭ বছর বয়সে পা দিলেও বয়সের ছাপকেও তার অদম্য ইচ্ছা আজও হার মানিয়েছে। তবে সাম্প্রতিক ঘোরতর অসুখে ভুগছেন বলিউডের শাহেনশা।

লিভারের সমস্যায় ভুগছেন অমিতাভ। হেপাটাইটিস বি হওয়ার পর থেকে অমিতাভের লিভারের ৭৫ শতাংশই আর কাজ করে না। ১৯৮২ সালের দুর্ঘটনার থেকেই এই রোগ দানা বাঁধে তার শরীরে। তবে অত্যন্ত সংযমী জীবনযাত্রা এবং ব্যালেন্সড ডায়েটের জেরেই এত বছর ধরে বলিউডে কাজ করে যাচ্ছেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে সম্প্রতি জানা যায় যে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি আছেন তিনি। অবশ্য গত তিনদিন ধরে হাসপাতালে ভর্তি বিগ বি। প্রথমে বলা হয় যে রুটিন চেক আপের জন্য হাসপাতাল গেছিলেন তিনি। তবে লিভারের সমস্যা গুরুতর হওয়ায় গত মঙ্গলবার রাত দুটোর সময়ে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। সমস্যা এতটাই গুরুতর যে তাঁর লিভার ট্রান্সপ্ল্যান্ট ও করা হতে পারে। তবে অনেকেই মনে করেছেন বচ্চন স্যারের হাসপাতালে ভর্তি হওয়ার খবরটি ভুয়ো। খবরটি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হওয়ায় বিগ বি এর ভক্তরা আতঙ্কে রয়েছেন। তবে ভগবানের কাছে তাঁর শীঘ্র সুস্থতা কামনা করি।

About Author