Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভারতের রাস্তায় চলবে মাখনের মত, মাত্র ৯৯৯ টাকায় কিনে নিন Ola কোম্পানির এই ইলেকট্রিক স্কুটার

ভারতে ইতিমধ্যেই ইলেকট্রিক গাড়ি, বাইকের একটা বাজার রয়েছে। এই মার্কেটে ইতিমধ্যেই একাধিক প্লেয়ার রয়েছে। ভারতের মার্কেটের এই প্লেয়ারদের মধ্যে অন্যতম হলো Hero, Ather, এর মত কোম্পানি। তার সাথেই যে কোম্পানির…

Avatar

ভারতে ইতিমধ্যেই ইলেকট্রিক গাড়ি, বাইকের একটা বাজার রয়েছে। এই মার্কেটে ইতিমধ্যেই একাধিক প্লেয়ার রয়েছে। ভারতের মার্কেটের এই প্লেয়ারদের মধ্যে অন্যতম হলো Hero, Ather, এর মত কোম্পানি। তার সাথেই যে কোম্পানির নাম নিতেই হয় সেটা হলো Ola। এটি দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক স্কুটার নির্মাতা হওয়ার পাশাপাশি, ভারতে ক্যাব সার্ভিসের জগতেও তার একটা গুরুত্ব রয়েছে। সব সময়ই Ola তাদের গ্রাহকদের জন্য সবচেয়ে সস্তা ইলেকট্রিক স্কুটার লঞ্চ করে থাকে৷ আর এবারেও তার অন্যথা হয়নি।

সম্প্রতি ভারতের বাজারে একটি নতুন ইলেকট্রিক স্কুটার নিয়ে এসেছে Ola। স্কুটারটির নাম OLA S1 Air। এটি হবে কোম্পানির সবচেয়ে সস্তা ইলেকট্রিক স্কুটার। এর আগে, কোম্পানির পোর্টফোলিওতে ২টি ইলেকট্রিক স্কুটার ছিল, তাদের নাম ছিল যথাক্রমে, OLA S1, OLA S1 Pro। এই দুটি ইলেকট্রিক স্কুটারের দাম যথাক্রমে ১.২৯ লক্ষ টাকা এবং ১.৩৯ লক্ষ টাকা। কোম্পানি আজ তাদের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলের মাধ্যমে জানিয়েছে যে, জুলাই মাসেই OLA S1 Air লঞ্চ হতে চলেছে। এর প্রারম্ভিক মূল্য ১.০৯ লক্ষ টাকা হিসাবে উল্লেখ করা হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কোম্পানি তাদের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়েছে যে এই স্কুটারটি মাত্র ৯৯৯ টাকায় রিজার্ভ করা যাবে। আপনি যদি এই ইলেকট্রিক স্কুটারটি কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আপনি এটি মাত্র ৯৯৯ টাকায় বুক করতে পারেন। এই স্কুটারটির প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য ১.০৯ লক্ষ টাকা। কোম্পানি তাদের ওয়েবসাইটে জানিয়েছে যে, এই স্কুটারটির সার্টিফাইড রেঞ্জ হল ১২৫ কিমি। অর্থাৎ এক চার্জে ১২৫ কিমি পর্যন্ত চলবে এই ইলেকট্রিক স্কুটার। এই স্কুটারটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮৫ কিলোমিটার। এই স্কুটারটি ৪টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এছাড়াও স্কুটারটিতে ৩৪ লিটার বুট স্পেস দেওয়া হবে।

এই স্কুটারে একটি ৭ইঞ্চি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে। এর স্ক্রিন রেজোলিউশন ৮০০×৪৮০। স্কুটারের হেডল্যাম্প এবং টেলল্যাম্প LED এর সাথে আসে। স্কুটারটি ইকো, নরমাল এবং স্পোর্টস ড্রাইভ মোড সহ আসে। স্কুটারটির সাথে যুক্ত মোটরটি ৪.৫ কিলোওয়াটের সর্বোচ্চ শক্তি উৎপন্ন করে। ৩ kWh এর ব্যাটারি ক্ষমতা আছে এই স্কুটারের। এছাড়াও, ১৬৫ মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে, ফলে ভারতের রাস্তায় চালাতেও কোনো সমস্যা হবে না।

About Author