পাশাপাশি রাজকে একটি কালারফুল প্রিন্টেড শার্টে দেখা গিয়েছিল। তার চোখেও ছিল রোদচশমা। একটি হাতকাটা টি-শার্ট ও ধূসর রঙের প্যান্টে রোদচশমা পরিয়েছিলেন ছেলেকেও। ছুটি কাটাতে গিয়ে ছেলের সাথে খুনসুটিও করেছেন তিনি, তার ঝলক রয়েছে অভিনেত্রীর শেয়ার করে নেওয়া ছবিগুলির মাঝেই। পাশাপাশি নিজের একাধিক সেলফিও পোস্ট করেছেন অভিনেত্রী। সবমিলিয়ে এখন পুরোপুরি নিজের মতো করেই সময় কাটাচ্ছেন হবু মা।উল্লেখ্য, তারকা দম্পতির কাছ থেকে সুখবর পাওয়ার পর থেকেই রীতিমতো উচ্ছ্বসিত তাদের সমগ্র ভক্তমহল। তারা এখন থেকেই দিন গোনা শুরু করে দিয়েছেন। রাজ-শুভশ্রীর পাশাপাশি তারাও এখন অপেক্ষায় নতুন সদস্যের।View this post on Instagram
Subhashree Ganguly: প্রকাশ্যে বেবিবাম্প, ডিপ নেকলাইন কাটিং পোশাকে গ্লো করছেন হবু মা
টলিপাড়ায় রাজ-শুভশ্রীর রসায়ন শুরু থেকেই মিডিয়ার পাতায় চর্চিত। প্রায়ই একে অপরের প্রতি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ভালোবাসা জাহির করেন তারা। কাজের ফাঁকে নিশ্চিতভাবে সময়ও কাটান ইউভানের সাথে। সেও নেহাতই অপরিচিত…

আরও পড়ুন