Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Local Train Cancelled: ৩৫ দিন ধরে বাতিল হবে হাওড়া শাখার এই ট্রেনগুলো, যাত্রীরা চরম সমস্যায় পড়তে পারেন

বাংলার বুকে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যাতায়াত করার জন্য লাইফলাইন হল লোকাল ট্রেন। দৈনন্দিন প্রচুর মানুষ এই লোকাল ট্রেনের ভরসাতেই অত্যন্ত সাধ্যের মধ্যে খরচ করে নিজের গন্তব্যে পৌঁছাতে পারেন।…

Avatar

বাংলার বুকে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যাতায়াত করার জন্য লাইফলাইন হল লোকাল ট্রেন। দৈনন্দিন প্রচুর মানুষ এই লোকাল ট্রেনের ভরসাতেই অত্যন্ত সাধ্যের মধ্যে খরচ করে নিজের গন্তব্যে পৌঁছাতে পারেন। তবে শেষ কিছু মাস ধরে বাংলা লোকাল ট্রেন লাইনে চলছে বিভিন্ন কাজ। আর তাই মাঝে মাঝেই বাতিল হচ্ছে একগগুচ্ছ করে লোকাল ট্রেন। এবার ৩৫ দিনের জন্য ব্যাহত হচ্ছে একাধিক লোকাল ট্রেনের পরিষেবা। কাজ হবে ব্যান্ডেল শক্তিগড় সেকশনে। এই সেকশনে লেভেল ক্রসিং বন্ধ না করার জন্য যাত্রীবাহী ট্রেনের যাতায়াত ব্যাহত হত। এবার সেই সমস্যা সমাধান করতে লেভেল ক্রসিংয়ে ওভারব্রীজ বানাবে রেল।

হাওড়া ডিভিশনের ব্যান্ডেল শক্তিগর সেকশনে আদিসপ্তগ্রমে ১২ নম্বর লেভেল ক্রসিংয়ের বদলে রোড ওভারব্রিজ বানানো হবে। এইজন্য ২০ জুলাই থেকে ২৪ আগস্ট অব্দি ট্রেন চলাচল ব্যাহত হবে। এই সময়কালে ট্রাফিক ও পাওয়ার ব্লকের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে এক আধিকারিক জানিয়েছেন যে এই রোড ওভারব্রীজ তৈরি হয়ে গেলে উপকৃত হবেন ব্যান্ডেল এলাকার বাসিন্দারা। এই সময়কালে বেশকিছু লোকাল ও মেমু ট্রেন বাতিল হবে। কোন ট্রেন কোনদিন বাতিল হবে? তা জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

EMU/MEMU বাতিল ট্রেনের তালিকা:

বর্ধমান থেকে 03052 এবং হাওড়া থেকে 37857 ট্রেনটি বাতিল করা হবে।

হাওড়া থেকে: 03051, ব্যান্ডেল থেকে:37781 এবং বর্ধমান থেকে:37782 এবং 37782 ট্রেনগুলি বাতিল করা হবে।

হাওড়া থেকে: 03051 এবং 37857 আর ব্যান্ডেল থেকে 37781 ট্রেনটি বাতিল করা হবে।

মেল/এক্সপ্রেস ট্রেন বাতিল:

13027 আপ হাওড়া – আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস ২০ জুলাই, ২২ জুলাই থেকে ২৫ জুলাই, ২৭ জুলাই, ২৯ ও ৩০ জুলাই বাতিল থাকবে৷ এর পর আবার ৩ অগাস্ট, ৫ অগাস্ট আপ হাওড়া-আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস বাতিল থাকবে৷ 13028 ডাউন আজিমগঞ্জ – হাওড়া কবিগুরু এক্সপ্রেস ২১ জুলাই, ২৩ জুলাই থেকে ২৬ জুলাই, ২৮ জুলাই, ৩০ ও ৩১ জুলাই বাতিল থাকবে। এর পর আবার ৪ অগাস্ট আর ৬ অগাস্ট ডাউন আজিমগঞ্জ – হাওড়া কবিগুরু এক্সপ্রেস বাতিল থাকছে৷

About Author