Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

RuPay কার্ড ব্যবহারকারীদের টাকা লেনদেনে বিশাল পরিবর্তন, জেনে নিন নতুন নিয়ম

আজকের দিনে ভারতের প্রায় প্রত্যেক নাগরিক এর কাছেই রয়েছে একটি করে ব্যাংক একাউন্ট। বেশিরভাগ ব্যাংক তাদের গ্রাহকদের ডেবিট কার্ড অফার করে থাকে তাদের অ্যাকাউন্টের সাথে। এই কার্ড সাধারণ ভাষায় এটিএম…

Avatar

আজকের দিনে ভারতের প্রায় প্রত্যেক নাগরিক এর কাছেই রয়েছে একটি করে ব্যাংক একাউন্ট। বেশিরভাগ ব্যাংক তাদের গ্রাহকদের ডেবিট কার্ড অফার করে থাকে তাদের অ্যাকাউন্টের সাথে। এই কার্ড সাধারণ ভাষায় এটিএম কার্ড হিসেবে পরিচিত এবং এই কার্ড ব্যবহার করে যেমন আপনি এটিএম থেকে টাকা তুলতে পারেন, তেমনি আপনি যে কোন পয়েন্ট অফ সেল কাউন্টারে গিয়ে টাকা পেমেন্ট করতে পারেন। অনলাইন এবং অফলাইন দুই ক্ষেত্রেই এই ডেবিট কার্ড ব্যবহার করা সম্ভব। অনলাইন পেমেন্ট এর ক্ষেত্রেও কার্ড পেমেন্টের জায়গায় আপনি ডেবিট কার্ড ব্যবহার করতে পারবেন। তাই বর্তমান দিনে ডেবিট কার্ড একটি অপরিহার্য জিনিস হয়ে উঠেছে।

কিন্তু আপনার জেনে রাখা উচিত ডেবিট কার্ডে কিন্তু টাকা তোলার একটা লিমিট রয়েছে। আপনি যদি সেই সীমা অতিক্রম করে যান তাহলে আপনার লেনদেন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। গুগল পে ফোন পে বা পেটিএম থেকে প্রতিদিন লেনদেনের একটা সীমা রয়েছে। কিন্তু অনেকেই জানেন না এই ডেবিট কার্ডে লেনদেন করার সীমা কি রকম। সম্প্রতি RuPay ডেবিট কার্ডের সীমা নিয়ে ভারতে শুরু হয়েছে আলোচনা। বিভিন্ন ব্যাংক যারা তাদের গ্রাহকদের রূপে ডেবিট কার্ড দিয়ে থাকে, তারা এই লেনদেনের একটি সীমা প্রকাশ করেছে। যদি এই সীমা অতিক্রম করে যায় তাহলে আপনার লেনদেন বাতিল হতে পারে অথবা আপনাকে অতিরিক্ত চার্জ দিতে হতে পারে। এই চার্জ সাধারণত কার্ডের ধরণের উপর নির্ভর করে। পাশাপাশি, POS মেশিন লেনদেনের ক্ষেত্রেও একটা দৈনিক সীমা রয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন ব্যাংকে আপনি কি রকম লিমিট পেতে চলেছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১. এইচডিএফসি ব্যাঙ্ক RuPay প্রিমিয়াম কার্ড : এইচডিএফসি ব্যাংকে রূপে প্রিমিয়াম ডেবিট কার্ডের মাধ্যমে আপনি মার্চেন্ট আউটলেটে প্রতিদিন ২,০০০ টাকা এবং প্রতি মাসে ১০,০০০ টাকা পর্যন্ত তুলতে পারেন।

২. পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সিলেক্ট RuPay কার্ড – এই কার্ডের মাধ্যমে প্রতিদিন এটিএম থেকে টাকা তোলার লিমিট হল ১০,০০,০০০ টাকা। অন্যদিকে পয়েন্ট অফ সেল এবং ই-কমার্সের ক্ষেত্রে সীমা হল ৩০,০০,০০০ টাকা।

৩. ইয়েস ব্যাংক রূপে প্লাটিনাম কার্ড – এই কার্ডে দৈনিক লেনদেনের সীমা হল ২৫ হাজার টাকা এবং পয়েন্ট অফ সেল থেকে লেনদেনের সীমা হল ৭৫ হাজার টাকা।

৪. এসবিআই RuPay কার্ড – স্টেট ব্যাংকের রূপে কার্ডের মাধ্যমে এটিএম-এ সর্বনিম্ন লেনদেনের পরিমাণ ১০০ টাকা এবং সর্বোচ্চসীমা ৪০ হাজার টাকা। এক্ষেত্রে আন্তর্জাতিক লেনদেন সীমা সর্বাধিক ৭৫ হাজার টাকা রয়েছে।

About Author