Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Indian Railways: রক্ষণাবেক্ষণের কাজ চলছে কল্যাণী স্টেশনে, শিয়ালদহ মেইন শাখায় বাতিল বেশ কিছু লোকাল ট্রেন

কল্যাণী স্টেশনের রক্ষণাবেক্ষণ এর কাজ চলার জন্য শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলও। তার পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা…

Avatar

কল্যাণী স্টেশনের রক্ষণাবেক্ষণ এর কাজ চলার জন্য শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলও। তার পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। দুটি প্যাসেঞ্জার ট্রেনের সময়সূচিতে বদল আনা হয়েছে। রেলে তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে শনিবার রাত ১২টা ৪৫ মিনিট থেকে রবিবার ভোর ৪টে ৪৫ মিনিট পর্যন্ত কল্যাণী স্টেশনের সিগন্যালিং ব্যবস্থায় রক্ষণাবেক্ষণ এর কাজ চলবে।

সেই কারণে শিয়ালদহ থেকে ছাড়া দুটি লোকাল ট্রেন ০৩১৯১ ও ৩১৫১১ ওই সময়ের জন্য বাতিল করা হয়েছে। শান্তিপুর স্টেশন থেকে ছাড়া একটি লোকাল ট্রেন ৩১৫১২ এবং নৈহাটি থেকে ছাড়া একটি লোকাল ট্রেন ৩১১৯১ বাতিল করা হয়েছে বলেও জানা যাচ্ছে। রক্ষণাবেক্ষণের এই কাজের জন্য ০৩১৯৮ লালগোলা শিয়ালদহ প্যাসেঞ্জার ট্রেনটি রানাঘাট স্টেশন পর্যন্ত আসবে। অন্যদিকে, ৩১৩১২ কল্যাণী সীমান্ত শিয়ালদহ লোকাল ট্রেনটি নৈহাটি স্টেশন থেকে ছাড়বে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

WB PG Admission 2023: রাজ্যে স্নাতকোত্তরে ভর্তি প্রক্রিয়া কবে থেকে? জানিয়ে দিল উচ্চশিক্ষা দপ্তর

তার পাশাপাশি ঐদিন ০৩১৭২ লালগোলা শিয়ালদহ প্যাসেঞ্জার নির্ধারিত সময়ের প্রায় ৯০ মিনিট পরে ছাড়বে। ৩১৮১১ শিয়ালদহ কৃষ্ণনগর প্যাসেঞ্জার নির্ধারিত সময়ের মোটামুটি ২০ মিনিট পরে ছাড়বে। শ্রাবণী মেলায় তারকেশ্বরগামী পূর্ণার্থীদের ভিড় সামাল দিতে শিয়ালদহ এবং তারকেশ্বর স্টেশনের মধ্যে ১২টি স্পেশাল ট্রেন চালানোর কথা জানিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ। সবমিলিয়ে এই দুই দিন রেল চলাচলে যে সমস্যা হবে সেটা বলার অপেক্ষা রাখছে না।

About Author