‘আশ্রম’-কে টেক্কা দেবে Mx-Player এর এই ওয়েব সিরিজ‘ওয়েব মিউজিক’ নামক ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি ৩ বছর আগে শেয়ার করে নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। বর্তমানে সেটিই ১২ লাখেরও বেশি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। উল্লেখ্য গানটি জনপ্রিয় ভোজপুরি ছবি ‘দুশমান সারহাদ পার কে’র গান। বেশ কয়েকবছর পার হয়ে গেলেও এই গানটির সূত্র ধরেই আপাতত চর্চায় উঠে এসেছেন এই জনপ্রিয়, হিট ভোজপুরি অনস্ক্রিন তারকা জুটি। উল্লেখ্য গানটির কথা দিয়েছিলেন বিনয় নির্মল। সুর ও পরিচালনায় ছিলেন ছোটে বাবা। কন্ঠে ছিলেন স্বয়ং রাকেশ মিশ্র ও অলকা ঝাঁ। সম্প্রতি তাদের এই রোমান্টিক ভিডিওই রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে ভোজপুরি দর্শকদের একাংশের মাঝে। সকলের জন্য আরো একবার রইল সেই ভিডিওই, দেখে নিন।
Video: ফুলের মাঝে নাচতে দেখা গেল অঞ্জনা সিংকে, ভিডিওটি দেখলে আপনিও মুগ্ধ হবেন
সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটির। ভাইরাল হওয়া গানে অলকা ঝাঁ ও রাকেশ মিশ্রকে দেখা গিয়েছে। এনারা দুজনেই…

আরও পড়ুন