Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Tulsi Money Tips: ঘরে তুলসী গাছের পাশে লাগান এই গাছ, আর হবে না টাকা পয়সার অভাব

হিন্দু ধর্মে তুলসী একটি অত্যন্ত পূজনীয় একটি গাছ এবং এই গাছে মা লক্ষ্মীর বাস বলে লোকে মনে করেন। বিষ্ণুর প্রিয় তুলসী মূলত দুই প্রকার একটি হল রাম তুলসী এবং দ্বিতীয়…

Avatar

হিন্দু ধর্মে তুলসী একটি অত্যন্ত পূজনীয় একটি গাছ এবং এই গাছে মা লক্ষ্মীর বাস বলে লোকে মনে করেন। বিষ্ণুর প্রিয় তুলসী মূলত দুই প্রকার একটি হল রাম তুলসী এবং দ্বিতীয় টি হল শ্যামা তুলসী। আর বাস্তুশাস্ত্রেও তুলসীর গুনাগুন কিন্তু বিশাল। যদি আপনি বাড়িতে তুলসী গাছ লাগান তাহলে আপনি দারুন ফলাফল পেতে পারেন। সন্ধ্যায় প্রতিদিন স্নান করার পরে ঘি প্রদীপ জ্বালিয়ে আপনি তুলসী গাছের কাছে যদি নিবেদন করেন তাহলে আপনি অনেক ঝুটঝামেলা থেকে মুক্তি পাবেন। এছাড়াও বাস্তুশাস্ত্রে তুলসী গাছ নিয়ে নানা নিয়ম রয়েছে যা পালন করলে আপনার পরিবার সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে।

তুলসীর কাছে কালো ধুতুরা গাছ যদি আপনি রোপন করেন তাহলে এটাকে অত্যন্ত শুভ একটা লক্ষণ বলে মনে করা হয়। শাস্ত্রমতে এই দুটি গাছের পুজো করলে মা লক্ষ্মীর সঙ্গে ব্রহ্মা-বিষ্ণু মহেশ্বর সবার আশীর্বাদ লাভ করা যায়। তুলসী হলো বিষ্ণুর প্রিয় এবং কালো ধুতুরা গাছ হল শিবের স্বরূপ। আর তুলসীর শিকড়ে ব্রহ্মার বাস। তাই দুটি গাছের পুজো যদি আপনি করেন তাহলে সবার আশীর্বাদ আপনি একসাথেই পাবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি ঘরে আপনি তুলসী গাছ লাগান তাহলে আর্থিক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এবং অর্থনৈতিক অবস্থা আপনার মজবুত হবে, যার ফলে আপনার পারিবারিক জীবন সুখকর হবে এবং আপনার চাকরি ও ব্যবসা ভালো চলবে। তুলসী গাছের একটি ইতিবাচক শক্তি থাকে যার কারণে আপনার জীবনে মিরাকেল ঘটতে পারে এই গাছের জন্য।

লোক বিশ্বাস বলে তুলসী এবং কালো ধুতুরা গাছ একসাথে পুজো করলে কোষ্ঠীর সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং পিতৃ দোষ থেকেও মুক্তি পাওয়া যায়। বাস্তুশাস্ত্র অনুসারে পৃথিবী দোষ থেকে মুক্তি পেতে সমস্ত কাজ সেরে স্নান করে বিশুদ্ধ জলে সামান্য কাঁচা দুধ মিশিয়ে দুটি গাছে আপনাকে অর্পণ করতে হবে। তবে একটা বিষয় মাথায় রাখবেন, তুলসী এবং ধুতুরা ফুলের গাছ রাখবেন সবসময় উত্তর-পূর্ব দিকে। এই দিকে ইতিবাচক শক্তি রয়েছে। যদি এই দিকে আপনি গাছ রাখেন তাহলে আপনার বাড়িতে ইতিবাচক শক্তি প্রবেশ করবে। আর দক্ষিণ-পূর্ব দিকে এই গাছ কখনো রোপন করবেন না, তাহলে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করবে বলে বলে বাস্তু।

About Author