সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে কুনাল ও পূজাকে একে অপরের সাথেই সুইমিং পুলের ধারে বৃষ্টির মধ্যেই একান্তে নিজেদের মতো করে সময় কাটাতে দেখা গিয়েছে। ঝলকে অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের নতুন গান ‘তুম কেয়া মিলে’র তালেই রোমান্স করতে দেখা গিয়েছে তাদের। অভিনেত্রী অনুরাগীদের একাংশের মত, তারা পর্দার রণবীর সিং ও আলিয়া ভাটকেও রীতিমতো টেক্কা দিয়েছেন। অভিনেত্রীর হাতে চুম্বনও করতে দেখা গিয়েছে কুনালকে। আপাতত, তাদের শেয়ার করে নেওয়া সাম্প্রতিক রিল ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই পুনরায় মিডিয়ার পাতায় চর্চিত হচ্ছেন এই তারকা দম্পতি।
পিঠখোলা পোশাকে সোশ্যাল মিডিয়ায় পারদ চড়ালেন অভিনেত্রী পূজা, দেখুন নায়িকার সুন্দর ছবি
পূজা ব্যানার্জী টলিউডের পাশাপাশি হিন্দি টেলিভিশন জগৎ'এর পরিচিত মুখ। ২০২১'এই নিজের স্বামী কুনাল বর্মার সাথে সামাজিক বিয়ে সেরেছিলেন তিনি। সেখানে টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন হিন্দি টেলিভিশন জগৎ'এর…

আরও পড়ুন