Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Tata iPhone india: ভারতে আইফোন তৈরি করবে টাটা গ্রুপ, কেনা হতে চলেছে কারখানা, কমবে আইফোনের দাম?

দেশে আইফোন তৈরি নিয়ে এবার চলে এলো একটা বিশাল বড় খবর। শোনা যাচ্ছে শীঘ্রই দেশেই আইফোন তৈরি করতে চলেছে টাটা কোম্পানি। জানা গিয়েছে আগস্ট মাসে এই বিষয়ে চুক্তি সম্পন্ন করতে…

Avatar

দেশে আইফোন তৈরি নিয়ে এবার চলে এলো একটা বিশাল বড় খবর। শোনা যাচ্ছে শীঘ্রই দেশেই আইফোন তৈরি করতে চলেছে টাটা কোম্পানি। জানা গিয়েছে আগস্ট মাসে এই বিষয়ে চুক্তি সম্পন্ন করতে পারে টাটা গ্রুপ এবং খুব শীঘ্রই ভারতেই শুরু হবে iphone তৈরি। টাইমস অফ ইন্ডিয়ার খবর থেকে জানা গিয়েছে, প্রথমবার কোন স্থানীয় কোম্পানি আইফোন তৈরীর ক্ষেত্রে প্রবেশ করতে চলেছে এবং সেই কোম্পানি হতে চলেছে টাটা গ্রুপ। জানা যাচ্ছে কর্নাটকের দক্ষিণ অংশের উইসট্রন কর্পোরেশনের যে কারখানা রয়েছে তা অধিগ্রহণ করে সেখানেই আইফোন তৈরীর কাজ শুরু করবে টাটা গ্রুপ। এর সম্ভাব্য মূল্য হতে পারে ৬০০ মিলিয়ন ডলারের বেশি এবং এই কারখানায় ১০ হাজার জনেরও বেশি কর্মী নিযুক্ত হবেন। তাদের হাত থেকেই তৈরি হবে নতুন আইফোন ১৪ মডেল।

জানা গিয়েছে wistron ভারতে iphone ব্যবসা থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করছে। ২০২৪ সাল পর্যন্ত তারা ভারতে ১.৮ বিলিয়ন ডলার মূল্যের iphone তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিল। এছাড়াও আগামী বছরের মধ্যে প্ল্যান্টের কর্মী সংখ্যা ৩ গুণ করার পরিকল্পনা ছিল। তবে এবার যদি টাটা গ্রুপ এই কারখানা অধিগ্রহণ করে তাহলে কর্মী নিয়োগ থেকে শুরু করে সব কিছুই টাটা গ্রুপের হাতে চলে আসবে। যদিও এই দুই কোম্পানি এখনো পর্যন্ত সংবাদমাধ্যমের সামনে এই বিষয়ে কোন কিছু খোলসা করতে নারাজ। তবে রিপোর্ট সত্যি হলে শীঘ্রই মেড ইন ইন্ডিয়া iphone আসতে চলেছে মার্কেটে। মেড ইন ইন্ডিয়া হবার পাশাপাশি আইফোনের ক্রমবর্ধমান দাম অনেকটাই কমে যাবে বলে মনে করা হচ্ছে। তবে আইফোন ১৫ থেকে টাটারা কাজ শুরু করবে নাকি ১৪ মডেল থেকে শুরু করবে সেটা এখনো পর্যন্ত পরিষ্কার হয়নি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অ্যাপেলের চতুর্থ আইফোন অ্যাসেম্বলার হতে চলেছে টাটা গ্রুপ। ফক্সকন, লস্কারে, এবং পেগাট্রনের পর এবার ভারতে টাটা কোম্পানি হতে চলেছে তালিকার চতুর্থ কোম্পানি। ২০২৩ সালে মুক্তি পেতে চলা আইফোন ১৫ সিরিজের ৫ শতাংশ ফোন তৈরি করবে টাটা গ্রুপ। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে খুব শীঘ্রই আমরা টাটা গ্রুপের হাতে তৈরি আইফোন দেখতে চলেছি। এক্ষেত্রে দাম অনেকটা কম হবে আইফোনের এবং আমদানির ক্ষেত্রে কোন অতিরিক্ত ট্যাক্স দিতে হবে না। অন্যদিকে উৎপাদন বাড়বে আইফোনের, ফলে চাহিদাও উত্তরোত্তর বৃদ্ধি পাবে।

About Author