বর্তমানে পেট্রোল ডিজেল গাড়ি ছেড়ে এখন অনেকেই বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুকছেন। এর ফলে ভারতের বাজারে এই বৈদ্যুতিক গাড়ির চাহিদা দিন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে প্রতিটি গাড়ি নির্মাতা এখন বৈদ্যুতিক গাড়ি বাজারে আনছেন। এখন বাজারে একাধিক বৈদ্যুতিক গাড়ি আপনি পেয়ে যাবেন। তবে আপনি যদি একটি বৈদ্যুতিক স্কুটার কেনার পরিকল্পনা করেন তাহলে এই আর্টিকেল আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি আপনার পুরনো হণ্ডা অ্যাক্টিভা স্কুটারটিকে আপনি খুব সহজেই ইলেকট্রিকে রূপান্তর করতে পারবেন। এর মাধ্যমে আপনাকে নতুন ইলেকট্রিক স্কুটার কিনতেও হবে না এবং আপনার হাজার হাজার টাকা বেঁচে যাবে।
যদি আপনাকে হণ্ডা অ্যাক্টিভা স্কুটার এর ব্যাপারে বলতে হয় তাহলে এটি ভারতের সবথেকে জনপ্রিয় ইলেকট্রিক স্কুটারের মধ্যে একটি। মানুষ এই স্কুটার অত্যন্ত বেশি পছন্দ করেন এবং প্রতি মাসে লক্ষ লক্ষ ইউনিট বিক্রি হয় এই ইলেকট্রিক্ স্কুটারের। সম্প্রতি হন্ডা তাদের গ্রাহকদের জন্য একটি ইলেকট্রিক স্কুটার নিয়ে আসতে চলেছে। তবে তার আগেই আপনি কিন্তু আপনার পুরনো হন্ডা স্কুটারকে বৈদ্যুতিকে রূপান্তর করতে পারবেন। এর ফলে পেট্রোলের খরচ থেকে অনেকটাই কম খরচ হবে আপনার।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowদেশের অন্যান্য কোন ইলেকট্রিক স্কুটারকে টেক্কা দিতে পারবেন আপনি খুব কম টাকার মধ্যে। তবে জানিয়ে রাখি অফিসিয়াল হণ্ডা কোম্পানি কিন্তু এই ইলেকট্রিক কিট আনছে না। এই কিট নিয়ে আসতে চলেছে পুনের একটি অত্যন্ত জনপ্রিয় স্টার্ট আপ কোম্পানি Gogoa1। এই স্কুটারে আপনি তিন বছরের ওয়ারেন্টি পাবেন। অর্থাৎ আপনার তিন বছর পর্যন্ত খরচ হবে শূন্য। এই ইলেকট্রিক কিটের দাম ১৮ হাজার থেকে ২৩ হাজার টাকা পর্যন্ত। আপনি আলাদাভাবে ব্যাটারি কিনতে পারেন। আপনি চাইলে ব্যাটারি ভাড়াও নিতে পারেন। এই ইলেকট্রিক কিটে আপনি ৬০ ভোল্টের ১২০০ ওয়াটের মোটর পেয়ে যাবেন, যা ৭২ ভোল্টের একটি ব্যাটারির সাথে যুক্ত থাকবে। এই ব্যাটারির দাম পড়বে ৩৫ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত। এই ইলেকট্রিক স্কুটার একবার চার্জ দিলে আপনি ১০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পেয়ে যাবেন।