Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সভাপতি হওয়ার পর ভারত-পাকিস্তান খেলা নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি

১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের পরবর্তী সময়ে তাঁর হাত ধরেই ২০০৪-এ পাকিস্তানে খেলতে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দল। দুই দেশের সেই সিরিজ ক্রিকেট নয় কূটনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ ছিল। সেই সময়কার ভারতীয় ক্রিকেট…

Avatar

১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের পরবর্তী সময়ে তাঁর হাত ধরেই ২০০৪-এ পাকিস্তানে খেলতে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দল। দুই দেশের সেই সিরিজ ক্রিকেট নয় কূটনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ ছিল। সেই সময়কার ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বর্তমানে বিসিসিআই-এর প্রেসিডেন্ট। স্বভাবতই তাঁর কাছে প্রশ্ন আসে ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার সম্ভবনা নিয়ে।

এই প্রশ্নের উত্তরে আজ, বৃহস্পতিবার সৌরভ সরাসরি জানিয়ে দেন, ‘এই বিষয়টি দুই দেশের প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করুন।’ একই সাথে তিনি বলেন, ‘এই সিরিজ হবে কিনা সেটা দুটো দেশের ব্যাপার। এই ব্যাপারে আমরা কোনও উত্তর দিতে পারব না।’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পুলওয়ামা কান্ডের পর ভারত-পাক সম্পর্ক তলানিতে ঠেকেছে। কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তানের ভূমিকায় ক্ষুব্ধ নয়াদিল্লি। এই অবস্থায় দুই দেশের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ কিছুটা হলেও মেরামত করতে কূটনৈতিক সম্পর্ক। তবে সে সম্ভবনাও নেই বললেই চলে।

যে সৌরভের অধিনায়কত্বে দীর্ঘ ১৫ বছর পর পাকিস্তানে খেলতে গিয়েছিল ভারত, সেই তিনি বোর্ড প্রেসিডেন্ট হয়ে সাবধানী ভূমিকা নিলেন। ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজের ব্যাপারে প্রথম থেকেই নিজের কোর্ট থেকে বল ঠেললেন নয়াদিল্লির কোর্টে।

About Author