Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Nokia 110 4G: নোকিয়ার ছোট ফোনে পাবেন ঠাসা ফিচার, এক চার্জে চলবে একেবারে ১২ দিন, সাথেই থাকবে ইউপিআই সাপোর্ট

দেশজুড়ে এখন জিও ভারত 4g ফোন নিয়ে চর্চা চলছে। কিন্তু তার মধ্যেই চুপিসারে দারুন দুটি কিপ্যাড ফোন লঞ্চ করে দিয়ে সবাইকে চমকে দিল নোকিয়া। এইচএমডি গ্লোবাল সম্প্রতি দুটি নতুন ফিচার…

Avatar

দেশজুড়ে এখন জিও ভারত 4g ফোন নিয়ে চর্চা চলছে। কিন্তু তার মধ্যেই চুপিসারে দারুন দুটি কিপ্যাড ফোন লঞ্চ করে দিয়ে সবাইকে চমকে দিল নোকিয়া। এইচএমডি গ্লোবাল সম্প্রতি দুটি নতুন ফিচার ফোন হাজির করে দিয়েছে সকলের সামনে। এই দুটি ফোনের দাম রাখা হয়েছে ২০০০ টাকার মধ্যেই। এই দুটি ফোনের নাম যথাক্রমে নোকিয়া ১১০ ৪জি এবং নোকিয়া ১১০ ২জি। বাজারে যে কোন কিউআর কোড থেকে পেমেন্ট আপনি করতে পারবেন এই ফোন ব্যবহার করে। বাড়ির বয়স্কদের পাশাপাশি তরুণরাও যাতে এই ফোনে আকর্ষিত হয়, তার জন্য এই ফোনের রং রাখা হয়েছে মিডনাইট ব্লু এবং পার্পেল। তার সাথেই রয়েছে অত্যাধুনিক ফোরজি সাপোর্ট।

এই দুটি ফিচার ফোনের দাম রাখা হয়েছে যথাক্রমে ২৪৯৯ এবং ১৬৯৯ টাকা। ফোরজি ফোনের দাম রয়েছে বেশি এবং টুজি ফোনের দাম একটু কম। ২জি ফোন আপনি পাবেন চারকোল ব্ল্যাক এবং নীল রঙে। অন্যদিকে ফোরজি ফোন আপনি পেয়ে যাবেন মিডনাইট ব্লু এবং পার্পেল রঙে। নোকিয়ার অফিসিয়াল ওয়েবসাইট এবং সমস্ত ই কমার্স ওয়েবসাইট থেকে আপনি এই ফিচার ফোন কিনতে পারবেন। এছাড়াও সমস্ত অফলাইন স্টোর থেকে এই দুটি কিপ্যাড ফোন আপনি কিনতে পারবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দুটি হ্যান্ডসেট তৈরি হয়েছে সম্পূর্ণ পলিকার্বনেট প্লাস্টিক দিয়ে। এই দুটি হ্যান্ডসেটে আপনি পেয়ে যাবেন ১.৮ ইঞ্চি QQVGA ডিসপ্লে এবং S30+ অপারেটিং সিস্টেম। এই ফিচার ফোনে এসডি কার্ডের মাধ্যমে আপনি ৩২ জিবি পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ বৃদ্ধি করতে পারেন। এর সাথেই আপনি পেয়ে যাবেন এফএম রেডিও এবং মিউজিক প্লেয়ার। এর ৪জি ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ১৪৫০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার। অন্যদিকে, ২জি ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ১,০০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার। সংস্থার দাবি অনুযায়ী, এই ফোনে আপনি এইচডি ভয়েস কলিং করতে পারবেন। এর পাশাপাশি এক চার্জে আপনি ১২ দিন পর্যন্ত এই স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। এই ফোনে আরও একটি দুর্দান্ত ফিচার হলো ইউপিআই সাপোর্ট। সব জায়গাতেই আপনি এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। ইউজারদের সুবিধার্থে ৪জি ফোনে ইনবিল্ট ইউপিআই পেমেন্ট অ্যাপ্লিকেশন রাখা হয়েছে। যে কোন কিউআর কোড স্ক্যান করে আপনি এই পেমেন্ট করতে পারবেন।

About Author