Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Electric Bike: ১৭২ টাকায় বাইক চালান সারা মাস, ডিজাইন দেখে মনে হবে পুরো রয়াল এনফিল্ড ক্লাসিক

খরচ গুনতে গিয়ে অনেকেরই মোটরবাইক চালানোর স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তবে ইলেকট্রিক বাইক চালালে খরচ অনেকটা কম হয় বলে দাবি করে বর্তমান সংস্থাগুলি। বর্তমানে বাজারে ইলেকট্রিক স্কুটারের সঙ্গে পাল্লা দিয়ে…

Avatar

খরচ গুনতে গিয়ে অনেকেরই মোটরবাইক চালানোর স্বপ্ন স্বপ্নই থেকে যায়। তবে ইলেকট্রিক বাইক চালালে খরচ অনেকটা কম হয় বলে দাবি করে বর্তমান সংস্থাগুলি। বর্তমানে বাজারে ইলেকট্রিক স্কুটারের সঙ্গে পাল্লা দিয়ে ইলেকট্রিক বাইকের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে। এই মুহূর্তে স্পোর্টস রোডস্টার থেকে শুরু করে একাধিক ডিজাইনের ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ হয়ে গিয়েছে ভারতে। স্কুটার এর পরিবর্তে শক্তপোক্ত বিল্ড কোয়ালিটির জন্য মানুষ ইলেকট্রিক বাইক বেশি পছন্দ করছেন। আজকে যে ব্যাটারিচালিত মোটরসাইকেলের কথা আমরা আপনাকে জানাবো তার ডিজাইন অত্যন্ত আকর্ষণীয়। তার পাশাপাশি, এই বাইকে আপনি দুর্দান্ত রেঞ্জ পেয়ে যাবেন হলে আপনার সবদিক থেকেই সুবিধা।

এই ইলেকট্রিক বাইকের নাম Cyborg Amour। ক্রুজার ডিজাইনের এই ইলেকট্রিক মোটরসাইকেলের বাজারে এই মুহূর্তে দর বেশ ভালই। এই ডিজাইনের মোটরসাইকেল এখন খুব একটা বেশি বাজারে নেই। এই বাইকের অন্যতম কিছু ফিচারের মধ্যে রয়েছে রানিং কস্ট। এই বাইকে একটি মাসকুলার ডিজাইনের ফুয়েল ট্যাংক পাওয়া যাবে যেখানে থাকবে ব্যাটারি। হারলে ডেভিডসন কিংবা রয়েল এনফিল্ডের বাইকে এই ধরনের ডিজাইন পাওয়া যায়। এছাড়াও এলইডি টেল ল্যাম্প এবং হেড ল্যাম্পের পাশাপাশি ডিজিটাল ইন্সট্রুমেন্ট কন্ট্রোল থাকবে। ক্রুজার বলার আরও একটি কারণ হলো এই বাইকের ফুট রেস্ট সামনের দিকে রয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রাস্তাঘাটে বাইক যাতে ভালোভাবে চলতে পারে তার জন্য ১৭ ইঞ্চি চওড়া টায়ার দেওয়া হয়েছে এই বাইকের সাথে। এই বাইকে সমস্ত ধরনের কানেক্টিভিটি ফিচার আপনি পাবেন। তার সাথেই আপনি পেয়ে যাবেন ৩.২৪ কিলোওয়াট ঘন্টা ক্ষমতা বিশিষ্ট রিমুভেবল ব্যাটারি প্যাক। সংস্থা দাবি করেছে এই ব্যাটারি ফুল চার্জ হতে ৩ থেকে ৪ ঘন্টা মত সময় নিয়ে থাকে। যদিও বাইকের একটি মাত্র মডেল বাজারে নিয়ে আসা হয়েছে। পেট্রোল বাইকে যেখানে ১০০ টাকা তেল ভরে সর্বোচ্চ ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাওয়া যেতে পারে, সেখানে এই বাইকটি ফুল চার্জে ১৫০ কিলোমিটারের রেঞ্জ দিতে পারে। তিন বছর চালানোর পরে মাত্র ৬২২০ টাকা খরচ হবে আপনার। যদি কেউ প্রতি মাসে ১০০০ কিলোমিটার করে তিন বছর এই বাইক চালায় তাহলে এই টাকা খরচ হবে তার। সেইসব অনুযায়ী প্রতি মাসে এই বাইক চালাতে আপনার খরচ পড়বে মাত্র ১৭২ টাকা। এই বাইকের এক্স শোরুম দাম ১.৮৫ লক্ষ টাকা। ফলে অন্যান্য বাইকের তুলনায় অনেকটাই বেশি সাশ্রয়ী হতে চলেছে এই বাইকটি।

About Author