সোরভ গাঙ্গুলি বিসিসিআইয়ের সভাপতি নিযুক্ত হওয়ার পর থেকেই শোরগোল পড়েছে ক্রিকেট তথা রাজনৈতিক মহলে। বেশ কয়েকদিন ধরে সিএবির প্রেসিডেন্ট পদ নিয়ে সৌরভ গাঙ্গুলীর সাথে সিএবির কর্মকর্তাদের মতবিরোধ দেখা দিচ্ছিল। তারপর বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন বাংলার দাদা।
সৌরভ গাঙ্গুলি বিসিসিআইয়ের মসনদে বসার পর থেকেই একের পর এক শুভেচ্ছার ডালি ভরে ভরে আসছে। দিলীপ ঘোষ, মুকুল রায়ের পর এবার সৌরভকে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowমুখ্যমন্ত্রী দুদিন আগেই টুইট করে সৌরভকে শুভেচ্ছা জানিয়েছিলেন। তিনি লিখেছিলেন, ‘বোর্ড প্রেসিডেন্ট পদে সর্বসম্মতভাবে নির্বাচিত হওয়ার জন্য সৌরভকে অভিনন্দন। অসংখ্য শুভেচ্ছা। সভাপতি হিসেবে দুর্দান্ত ইনিংস এর অপেক্ষায় রইলাম।’
এবার সৌরভকে ঘরের ছেলে বলে মন্তব্য করলেন মমতা। তিনি বলেন, ‘সৌরভ এর সাথে আমার এসএমএস এ কথা হয়েছে। ওর সাথে পুজোর আগেও কথা হয়েছে। সৌরভ আমাদের ঘরের ছেলে। ও আবার আসবে কথা হবে।’ মুখ্যমন্ত্রীর এই মন্তব্য শোরগোল ফেলে দিয়েছে গোটা রাজনৈতিক মহলে।