Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

হানিমুনে গিয়ে মোনালিসার গাল কামড়ে দেন পবন সিং, দৃশ্য দেখে রেগে লাল অক্ষরা (VIDEO)

পবন সিং, অক্ষরা সিং এবং মোনালিসার গাওয়া 'দিয়া গুল কারা রানি' ( Diya Gul Kara) গানটিও ভোজপুরি দর্শকদের বেশ পছন্দ হয়েছে। এই মুহূর্তে মিউজিক ভিডিওটি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। গানটিতে দুই…

Avatar

পবন সিং, অক্ষরা সিং এবং মোনালিসার গাওয়া ‘দিয়া গুল কারা রানি’ ( Diya Gul Kara) গানটিও ভোজপুরি দর্শকদের বেশ পছন্দ হয়েছে। এই মুহূর্তে মিউজিক ভিডিওটি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। গানটিতে দুই অভিনেত্রীর সঙ্গে জমিয়ে রোমান্স করছেন পবন সিং। গানটিতে মোনালিসা এবং পবন সিংয়ের মধ্যে অনেক সাহসী দৃশ্যও শ্যুট করা হয়েছে, যা দেখে ভক্তদের মধ্যে দীর্ঘশ্বাস ফেলা শুরু হয়ে যায়। এমনকি রীতিমত ভাইরাল হয়েছে এই রোম্যান্টিক ভিডিও (Monalisa – Pawan Singh Hot Bedroom Romance Video)।

ভোজপুরি গান ‘দিয়া গুল কারা’ গানটি ভাইরাল হয়েছে কারণ এই গানের প্রতিটা ছত্রে রয়েছে একাধিক সাহসী দৃশ্য। পবন সিং এবং ভোজপুরি হাসিনা মোনালিসার রোমান্টিক সাহসী দৃশ্য এতটাই উত্তেজনায় ভরপুর যে ভিডিওটি খুব তাড়াতাড়ি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পবন সিং অনেক ভোজপুরি অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন। তবে, অক্ষরা সিংয়ের সঙ্গে পবন সিংয়ের জুটি এখন পর্যন্ত সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। যদিও, এখন এই জুটিকে একসঙ্গে দেখা যায় না বাস্তব জীবনেও না চলচ্চিত্রের পর্দায়, কিন্তু একটা সময় এরা জমিয়ে কাজ করেন পর্দায়।

সাধারণত, পবন সিংয়ের মিউজিক ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কারণ, পবন সিং থাকা মানেই সেই গান যেমন হিট হয়, তেমনই তার গানের দৃশ্য হয় চটকদার। এই মুহূর্তে পবনের যেই গানের ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি একেবারেই নতুন নয়, বরং পুরনো। যদি আপনি ওয়েভ মিউজিক নামের ইউটিউব চ্যানেলেটি দেখে থাকেন, তবে গানটি দেখতে পাবেন, যেখানে পবন ও মোনালিসার গাঢ় চুম্বন দৃশ্য রয়েছে। দেখুন দুজনের চরম রোম্যান্টিক ভিডিও।

About Author