Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্বপ্না চৌধুরীর কিলার এক্সপ্রেশন তার নাচের চেয়েও মারাত্মক, নাচ দেখে চমকে গেলেন কাকারা (VIDEO)

স্বপ্না চৌধুরীকেই একমাত্র বলা হয় হরিয়ানভি ড্যান্সিং কুইন। তার নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই ভাইরাল হয়। স্বপ্না স্টেজে উঠলে স্টেজে রীতিমত ঝড় ওঠে। স্টেজে পারফর্ম করা ছাড়াও, স্বপ্না চৌধুরী সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় থাকেন এবং…

Avatar

স্বপ্না চৌধুরীকেই একমাত্র বলা হয় হরিয়ানভি ড্যান্সিং কুইন। তার নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই ভাইরাল হয়। স্বপ্না স্টেজে উঠলে স্টেজে রীতিমত ঝড় ওঠে। স্টেজে পারফর্ম করা ছাড়াও, স্বপ্না চৌধুরী সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় থাকেন এবং প্রতিদিন ভক্তদের সাথে তার নিজের ছবি এবং নাচের ভিডিও শেয়ার করেন। দর্শকরা শুধু স্বপ্না চৌধুরীর (Sapna Choudhary) নাচ নয়, পাশাপাশি মানুষ তার ফ্যাশন ও স্টাইল নিয়েও পাগল। সেই কারণে সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে স্বপ্না চৌধুরীর একটি ভিডিও, যার নাম ‘Tunna Tunna’।

স্বপ্নার নতুন এই ভিডিওতে দেখা যাচ্ছে স্বপ্না চৌধুরী হলুদ স্যুট পরে জমিয়ে কোমর দুলিয়ে নাচ করছেন।স্বপ্নার নাচ দেখে সেখানে দাঁড়িয়ে থাকা লোকজন জোরে তালি দিচ্ছে, এমনকি স্বপ্নার নাচ দেখলে আপনিও নিজের জায়গা থেকে উঠে নাচতে শুরু করবেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আপনি এই ভিডিওটি ইউটিউব পেজ টি-সিরিজ (T-Series Haryanvi) হরিয়ানভিতে দেখতে পারেন । ভিডিওটি এত বেশি লাইক হচ্ছে যে এটিতে এখনও পর্যন্ত ২.৪ মিলিয়ন ভিউ এসেছে। কমেন্ট সেকশনে মানুষ স্বপ্না চৌধুরীর নাচের প্রশংসা করছে। কেউ বলছেন ‘ইনি আসল হরিয়ানভি নৃত্যশিল্পী’ আবার কেউ বলছেন ‘আগ লাগা দি স্টেজ পার’।

স্বপ্না এখন রীতিমত ফেমাস সেলিব্রিটি। পাঞ্জাবি, রাজস্থানি, হরিয়ানার গানে তিনি যেই ঝড় তুলতে পারেন সেটা তার পারফরম্যান্স না দেখলে বোঝার উপায় নেই। কিশোরী অবস্থা থেকেই স্বপ্না স্টেজ শো করতে করতে আজ তিনি পৌঁছে যেতে পেরেছেন কান ফিল্ম ফেটিভ্যাল থেকে বিগ বসের ঘর পর্যন্ত। তাহলে চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি।

About Author