Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বেলি ড্যান্স করে নোরা ফাতেহিকে টেক্কা দিচ্ছে এই মেয়ে, কিলিং ফিগারে কাবু নেট জনতা (VIDEO)

মেদহীন শরীর, উন্নত স্তন, উন্মুক্ত ক্লিভেজ, চটকদার পোশাক, ঝিলমিল বিকিনিতে যদি কেউ 'দিলবার' (Dilbar Dilbar) গানের সঙ্গে নাচে তাহলে তো নেট জনতা পাগল হবেই হবে। যে নাচবে সে যেমন হবে…

Avatar

মেদহীন শরীর, উন্নত স্তন, উন্মুক্ত ক্লিভেজ, চটকদার পোশাক, ঝিলমিল বিকিনিতে যদি কেউ ‘দিলবার’ (Dilbar Dilbar) গানের সঙ্গে নাচে তাহলে তো নেট জনতা পাগল হবেই হবে। যে নাচবে সে যেমন হবে ভাইরাল তেমনই ভিডিও হবে ভাইরাল। এখানেও তেমনটাই হয়েছে।

সম্প্রতি, এক যুবতী সোশ্যাল মিডিয়ার পাতায় দিলবার গানের সঙ্গে নেচে নেট জনতার মন কেড়ে নেয়। ভিডিওতে দেখা যাচ্ছে মেয়েটি একটি কালো এবং সোনালি রংয়ের বেলি নাচের পোশাক পরেছেন যা তার শরীরকে হাইলাইট করছে। মেয়েটি বেলি ড্যান্সের মধ্যেই শরীরে শিহরণ তুলেছে। তার সেক্সি বেলি ড্যান্স থেকে নেট জনতার হুশ উড়েছে। কেউ তার নাচ দেখে বলেছে ‘নোরা ফাতেহির থেকেও এই মেয়ে সেরা’, কেউ লিখেছেন ‘দ্বিতীয় নোরা’, কেউ বলেছেন ‘দুর্দান্ত পারফরম্যান্স, ঘাম ঝরছে’।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অনেকেই জানেন যে বেলি ডান্স ভিডিওগুলি অনলাইনে বিখ্যাত হওয়ার কারণ হল নোরা ফাতেহি। নোরা ইন্ডাস্ট্রিতে আসার পর এটিকে তিনি আরো ভারতেও বিখ্যাত করে তুলেছেন। এমনকি, বলিউড সিনেমায় বেশ কিছু আইটেম নম্বরে বেলি ড্যান্সের চমক দেখা যায়। তাই সেই সূত্র ধরেই আজকাল অনেক শিল্পী সোশ্যাল মিডিয়ায় বেলি ড্যান্স করে ভাইরাল হচ্ছে।

পুরনো গান হলেও নতুন করে দিলবর গানে নোরা ফাতেহি ঝড় তোলেন বড় পর্দায়। এই অন্যতম বিখ্যাত গানে অনেক মেয়ে বেলি ডান্সের পোশাকে এই গানের নাচের কভার করেছে। কিন্তু, এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একটি মেয়ে দিলবরের উপর বেলি ডান্স করছে। তার লাবণ্যময় এবং উদ্যমী নাচ নোরা ফাতেহিকে কঠিন প্রতিদ্বন্দ্বিতা দিচ্ছে। চলুন দেখে নিই ভিডিওটি।

About Author