নাম – সোফিয়া আনসারি (Sofia Ansari), সোশ্যাল মিডিয়ার একজন জনপ্রিয় মুখ। তার ইনস্টাগ্রাম পেজে চোখ রাখলে ওই চোখ কপালে উঠতে বাধ্য। সোফিয়া সোশ্যাল মিডিয়ায় এতটাই সাহসী যে তার ভক্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, অথচ, এই ঈদের দিনেই তিনি সমালোচিত হন।
সম্প্রতি, সোফিয়া তার একটি রিল ভিডিও পোস্ট করেন ইনস্টাগ্রাম পেজে, যেই ভিডিও ঘিরে কিছু সম্প্রদায়ের মানুষ উত্তাল হয়েছে। এটা অবশ্যই ঠিক যে সোফিয়া তার গ্ল্যামারাস এবং সাহসী ছবির জন্য পরিচিত, কিন্তু, ঈদের দিনে এমন ভিডিও মানতে পারছেন না অনেকে। কেন?
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকারণ, বকরি ইদ মূলত ত্যাগের প্রতীক। এদিন অনেকে পশু কুরবানি দিয়ে খেলেও এই ঈদের অর্থ হল নিজের ভিতরে থাকা সমস্ত খারাপকে কুরবানি দেওয়া। জানা যায়, হজরত ইব্রাহিম, আল্লার স্বপ্নাদেশ অনুযায়ী নিজের ছেলেকে আল্লার কাছে কুরবানি বা উৎসর্গ করতে গিয়েছিলেন। এরপর থেকেই এই ঈদ সেলিব্রেট হয় কুরবানি হিসেবে। ঠিক এমন দিনেই আজব কান্ড করে বসেন সোফিয়া।
নির্লজ্জতার সমস্ত সীমা অতিক্রম করে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ভিডিও পোস্ট করেন সোফিয়া। এবং এর জন্যেই তিনি জনপ্রিয় ও সমালোচিত। কিন্তু, ঈদের দিন সোফিয়া ঘটালেন অদ্ভুত কাণ্ড। এদিন তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তাকে ক্যামেরার সামনেই পোশাক বদলাতে দেখা গেছে। একটি সাদা অন্তর্বাস ঠিক করতে করতে সবুজ সালোয়ার কামিজ পরলেন, সাজলেন ও পোজ দিলেন। সোফিয়ার এই ভিডিও ইনস্টাগ্রামে বেশ ভাইরাল হচ্ছে। মানুষ নানা প্রতিক্রিয়া দিচ্ছেন। কেউ বলেছেন, ‘এভাবে কেউ ঈদের শুভেচ্ছা দেয়?’ কেউ লিখেছেন ‘আপনি মুসলিম হওয়ার যোগ্যতা রাখেন না’, তো কেউ লিখেছেন ‘তোমাদের মতন মেয়েদের জন্য ঈদ নয়’।