Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

West Bengal rain forecast: নিম্নচাপের হুংকার, আগামী কয়েক দিনে সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টির

গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এখন দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবলভাবে সক্রিয় রয়েছে। ফলে আগামী কয়েক দিন তুমুল বৃষ্টিপাত হতে চলেছে পশ্চিমবঙ্গে। এই মুহূর্তে একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে রাজস্থান থেকে একেবারে বঙ্গোপসাগর…

Avatar

গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এখন দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবলভাবে সক্রিয় রয়েছে। ফলে আগামী কয়েক দিন তুমুল বৃষ্টিপাত হতে চলেছে পশ্চিমবঙ্গে। এই মুহূর্তে একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে রাজস্থান থেকে একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত। এই অক্ষরেখার ফলেই আগামীকাল থেকে কয়েক দিন পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কলকাতা হাওড়া হুগলি ঝারগ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় বৃষ্টিপাত হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটি জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এর সাথে সাথেই উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় সর্বাধিক ১১০ মিলি লিটার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে উত্তরবঙ্গের কথা বললে সেখানে কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মালদা মুর্শিদাবাদ উত্তরদিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিবারই বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। তার সাথে সাথেই আরো ছয়টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। শনিবারে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। রবিবার অর্থাৎ ২ জুলাই ২০২৩ কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া নদিয়া মুর্শিদাবাদ সহ সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মালদহ মুর্শিদাবাদ উত্তরদিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের এই জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একইভাবে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই কয়েকদিন। ২ জুলাই পর্যন্ত এই ধরনের আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। তবে এর পরে আবহাওয়া পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

About Author