ভোজপুরি সিনে ইন্ডাস্ট্রিতে আম্রপালি ও দীনেশ লাল যাদব নিরহুয়া’র জুটি সবথেকে হিট। এই দুজন পর্দায় এলেই দর্শকরা তাদের উত্তেজনা ভাগ করে নেয় বাকিদের সঙ্গে। এই দর্শকদের টানেই বারবার জুটি বেঁধে পর্দায় আসেন আম্রপালি-নিরহুয়া (Amrapali Dubey and Dinesh Lal Yadav Nirahua)। শুধু বড় পর্দা নয়, সোশ্যাল মিডিয়াতেও সমান জনপ্রিয় এই জুটি, মাঝে মধ্যেই এদের রোম্যান্টিক মিউজিক ভিডিও ভাইরাল হয়।
সম্প্রতি, আম্রপালি ও নিরহুয়া’র একটি মিউজিক ভিডিও ব্যাপক ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে আম্রপালি তার কিলিং ফিগার নিয়ে বাথরুমে সবে মাত্র ঢুকেছেন, ওদিকে নিরহুয়া বাথরুমের উপর দিয়ে নায়িকাকে দেখছেন। দেখা মাত্রই নিরহুয়া উত্তেজিত হয়ে যায়, পরনের পোশাক খুলেই আম্রপালি র উপর ঝাঁপ। এরপরই শুরু হয় ভরপুর রোম্যান্স। ভাবছেন এই ভিডিও কোন গানের?
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now
গানটির নাম – Phagua Mein Fatata Jawani । এই গানের কথা লিখেছেন প্যারেলাল যাদব এবং সঙ্গীত দিয়েছেন মধুকর আনন্দ। গানটি হোলি মে জিএসটি জোড় কে অ্যালবাম থেকে নেওয়া হয়েছে। এই গানটি ২০২৮ সালের ফেব্রুয়ারিতে নিরহুয়া মিউজিক ওয়ার্ল্ড চ্যানেলে আপলোড করা হয়েছিল। এই গানটি এখন পর্যন্ত ৪৬ লাখ বার দেখা হয়েছে এবং প্রায় ৮২ হাজার মানুষ এই গানটি লাইক করেছেন। আম্রপালি দুবে এবং দীনেশ লাল যাদব নিরহুয়ার রসায়ন এবং রোমান্টিক মেজাজে ভরপুর এই গানটি রইলো আপনাদের জন্য। তবে, এই ধরনের ভোজপুরি মিউজিক ভিডিও ভুলেও ছোটদের সামনে দেখবেন না।