Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নতুন বুলেটের ঘাতক চেহারা সামনে এসেছে, রাস্তা দিয়ে গেলে লোকজন তাকিয়ে থাকবে

বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে তাই অনেকেই দ্বন্দ্বে পড়েন কোন বাইক কিনবেন বা কোন বাইক বেশি ভালো হবে। অনেক বাইক…

Avatar

বর্তমানে ভারতীয় বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ক্যাটাগরির বাইক এনে দিয়েছে। বাইক কিনতে যাওয়ার আগে তাই অনেকেই দ্বন্দ্বে পড়েন কোন বাইক কিনবেন বা কোন বাইক বেশি ভালো হবে। অনেক বাইক বাজারে আসে এবং জনপ্রিয়তা পেয়ে যায়। কিন্তু যেই কোম্পানির বাইকটি দীর্ঘদিন ধরে বিভিন্ন বয়সের মানুষের কাছে জনপ্রিয় তা হল Royal Enfield। এই কোম্পানির বাইকগুলো তরুণদের খুবই পছন্দের। এবার এই কোম্পানি ভারতীয় মার্কেটে লঞ্চ করতে চলেছে ৬৫০ সিসি সেগমেন্টের বাইক। ইতিমধ্যেই ইন্টারনেটে একটি ছবি ব্যাপক ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে যে ভারতের রাস্তায় পরীক্ষা চলছে Royal Enfield 650 এর।

ইন্টারনেটে যেই ছবি ভাইরাল হয়েছে সেই অনুযায়ী এই নতুন Royal Enfield 650 বাইকটিকে আপডেট করা Royal Enfield 350 মনে হয়। ফাঁস হওয়া চিত্র অনুসারে, ক্লাসিক ৬৫০ কে সম্পূর্ণরূপে সাজানো হয়েছে ক্লাসিক ৩৫০ এর ধাঁচে। ডিজাইনের দিক থেকে, সামনের লুক এবং সাইড প্রোফাইল থেকে ওয়্যার-স্পোক হুইল পর্যন্ত, সাদৃশ্য পাওয়া গেছে ক্লাসিক ৩৫০ এর সাথে। এই নতুন বাইকের এলইডি সেটআপ ব্যাপক লুক এনহ্যানস করেছে। আর এই জন্যই নতুন প্রজন্মের বাইকপ্রেমীদের এই বাইক ব্যাপক পছন্দ হচ্ছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Royal Enfiled 650 বাইকে ৬৪৮cc টুইন-সিলিন্ডার ইঞ্জিন পাবেন যা সর্বোচ্চ ৪৭ BHP এবং ৫২ Nm পিক টর্ক জেনারেট করবে। বাইকটি ইন্টারসেপ্টর 650 এবং Continental GT 650 এর সাথে একই ইঞ্জিন শেয়ার করে। এই বাইকে আপসাইড-ডাউন ফর্ক, এলইডি হেডল্যাম্প এবং অ্যালুমিনিয়াম পার্টস দেখা যাবে। Classic 650 বাইকের সামনের অংশে টেলিস্কোপিক ফর্ক ব্যবহার করা হয়েছে, যা হবে Classic 350-এর মতো। বাইকটির পেছনে টুইন-শক অ্যাবজরবার সেটআপ ব্যবহার করা হয়েছে। মনে করা হচ্ছে, কোম্পানি চলতি মাসেই এই বাইক লঞ্চ করবে।

About Author