সম্প্রতি নেটদুনিয়ায় একটি ভোজপুরি গান ভীষণরকম ভাইরাল হয়েছে। এই গানে দেখা মিলেছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির তিন জনপ্রিয় তারকার। ভাইরাল হওয়া গানে অঞ্জনা সিং, দীনেশ লাল যাদব ও আরো এক অভিনেত্রীকে একইসাথে দেখা গিয়েছে। এনারা দুজনেই ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম তিন প্রথম সারির তারকা। সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি নজর কেড়েছে অনেকের, তা বলাই বাহুল্য। সম্প্রতি একটি জনপ্রিয় ভোজপুরি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যার ভিউজ এই মুহূর্তে লাখে কথা বলছে।
উল্লেখ্য অঞ্জনা সিং ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী। সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে অঞ্জনার সাথে আরো এক অভিনেত্রীকে দেখা গিয়েছে, তিনিও ও নেহাতই কম পরিচিত নন। আপাতত, ভাইরাল হওয়া ভোজপুরি গানের ঝলকে ফুলশয্যার ঘরে দুই অভিনেত্রীর সাথেই দেখা মিলেছে দীনেশ লাল যাদবের। পর্দায় দুই বউকে নিয়ে রীতিমতো নাজেহাল হতে দেখা গিয়েছে অভিনেতাকে। উল্লেখ্য ভোজপুরী ফিল্ম ইন্ডাস্ট্রিতে দীনেশ লাল যাদব ‘নীরাহুয়া’ নামেই পরিচিত অধিকাংশের মাঝে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি ‘ইস্তার ভোজপুরি’ ইউটিউব চ্যানেল থেকেই তিনবছর আগে শেয়ার করে নেওয়া হয়েছে। বর্তমানে ঝলকটি দু’লাখের কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে। ঝলকে ‘ছোড় না এ রাজা’র তালেই দেখা গিয়েছে এই তিন প্রথম সারির ভোজপুরি অভিনেতাদের। এই গানের কথা দিয়েছিলেন পেয়ার লাল যাদব। সুর দিয়েছিলেন গুনওয়াত সেন। কণ্ঠে ছিলেন ইন্দু সোনালী ও বিনোদ রাথর। ভাইরাল হওয়া এই ভোজপুরি গানের ঝলকের সূত্র ধরেই ভোজপুরি দর্শকদের একাংশের মাঝে চর্চায় উঠে এসেছেন এই তিন তারকা।