সোশ্যাল মিডিয়া যেভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে তাতে করে ছেলে মেয়েদের আর পরিচালক বা প্রযোজকদের পিছন পিছন ঘুরতে হবে না। ইন্টারনেট ব্যবহারকারীরা এখন নিজেরাই কন্টেন্ট বানাচ্ছে, ডিরেক্ট করছে, এডিট করে পাবলিশ করছে। এই সময় নিজের ঢাক নিজে না পেটানো ছাড়া উপায় নেই। মানুষ ইন্টারনেটের দৌলতে সেই কাজই করে চলেছে, এতে করে কে যে কখন ভাইরাল হচ্ছে বোঝা মুশকিল। একদিকে সোশ্যাল মিডিয়া উপার্জনের রাস্তা খুলে দিয়েছে, অন্যদিকে গোটা দুনিয়ার কাছে পৌঁছে যাওয়ার উপযুক্ত মাধ্যম হয়ে উঠেছে। তাই অবশ্যই ইন্টারনেট যুগ যুগ জিও। আজ এমন একজন ইউটিউবারের কথা বলবো যে শুধু মাত্র নাচের কন্টেন্ট প্রেজেন্ট করেই হিট।
নাম Sonal Devraj। ইনি একজন অবশ্যই মহিলা। তার ইউটিউব পেজ খুললে একাধিক নৃত্যের ভিডিও, শর্টস দেখা যাবে। সোনাল তার নাচের মাধ্যমে এতটাই জনপ্রিয় যে তার বর্তমান সাবস্ক্রাইবারদের সংখ্যা প্রায় 1.25M।
সোনাল তার ইউটিউবের মাধ্যমে এতটাই জনপ্রিয়তা কুড়িয়েছেন যে কিছুদিন আগে ভিকি কৌশল এর সঙ্গে গানে নেচেছেন। সোনালের ভিডিও দেখলে বুঝবেন যে দুর্দান্ত ক্যামেরা এবং এডিটিং রয়েছে। এছাড়া সোনাল যে পোশাক নির্বাচন করেন সেটারও প্রশংসা হয় কমেন্ট বক্সে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসম্প্রতি, Sonal Devraj এর একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে, যেখানে সোনালকে নাচতে দেখা গিয়েছে হিন্দি গান Nadiyon Paar এর সঙ্গে। কোনো সন্দেহ নেই যে দুর্দান্ত কোরিওগ্রাফি ছিল, পাশাপাশি কস্টিউম ছিল বেশ আকর্ষণীয়। Sonal Devraj এর প্রত্যেকটা ভিডিও লাখ লাখ মানুষ দেখেন। তাই আপনিও উপভোগ করতে পারেন Sonal Devraj এর পরিবেশনায় Nadiyon Paar।