Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাঝরাতে স্ত্রীর শাড়ি খুলে ঘুমের মধ্যে এমন কাজ করলেন রাকেশ মিশ্র, ভুলেও ছোটদের সামনে দেখবেন না

আজকের দিনে ভোজপুরি চলচ্চিত্র ও গান এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে এই ফিল্ডে যারা যারা কেরিয়ার গড়তে এসেছেন প্রত্যেকেই সফলতা পেয়েছেন। ভোজপুরি ইন্ডাস্ট্রির দীনেশ লাল যাদব নিরহুয়া,পবন সিং, খেসারি লাল যাদব…

Avatar

আজকের দিনে ভোজপুরি চলচ্চিত্র ও গান এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে এই ফিল্ডে যারা যারা কেরিয়ার গড়তে এসেছেন প্রত্যেকেই সফলতা পেয়েছেন। ভোজপুরি ইন্ডাস্ট্রির দীনেশ লাল যাদব নিরহুয়া,পবন সিং, খেসারি লাল যাদব প্রত্যেকেই নামকরা। এদের সিনেমা আসা মানেই তা নিয়ে চর্চা হবে। তাছাড়া এদের ফিল্মের গানও সমান তালে জনপ্রিয়তা পায়। কিন্তু, আজ এমন একজন শিল্পীকে নিয়ে কথা বলবো যে কিনা নতুন হলেও তার কাজ যথেষ্ট প্রশংসনীয়।

ভোজপুরি সিনেমা হোক বা গান প্রত্যেকটাই মশলাদার হয়। ভরপুর রোম্যান্সে তৈরি থাকে গোটা স্ক্রিপ্ট। গানের প্রতিটা দৃশ্যে থাকে যৌনতার ছোঁয়া। এমত অবস্থায় শিল্পী রাকেশ মিশ্রার একটি মিউজিক ভিডিও চরম ভাইরাল হয়, যেখানে রাকেশকে দেখা যাবে চরম রোম্যান্স করতে নায়িকার সঙ্গে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভাইরাল হওয়া গানটি মার্কারি অ্যালবাম থেকে নেওয়া হয়েছে। এই গানটি যৌথভাবে গেয়েছেন রাকেশ মিশ্র ও পুনিতা প্রিয়া। ভাইরাল হওয়া এই গানের কথা লিখেছেন অরুণ বিহারী। এই গানের সঙ্গীত পরিচালনা করেছেন ছোটু রাওয়াত।

2013 সালে রাকেশ তার কেরিয়ার শুরু করেন ভোজপুরি ফিল্ম ‘প্রেম দিওয়ানি’ দিয়ে। 2014 তে তিনি ফের অভিনয় করেন ‘দিওয়ানি হাদ সে’। এরপর তিনি একের পর এক ফিল্মে কাজ করেন। যদিও অভিনয়ের পাশাপাশি রাকেশ ভোজপুরি ফিল্মে গান গাওয়া শুরু করেন। ‘রাজা জওয়ান হাম লাইকা’ দিয়ে ভোজপুরি গানে কেরিয়ার তৈরি করেন রাকেশ। যদিও রাকেশের ‘raja tani jai na bahariya’ গানটি বেশি জনপ্রিয়তা পায় এবং এই গানের হাত ধরেই তিনি সফলতা পান।

About Author