Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

স্টেজে DJ গানের সামনে নেচে ভাইরাল সুন্দরী যুবতী, কিলার এক্সপ্রেশনে ঘায়েল পুরুষ ভক্তরা (VIDEO)

অনেক হিন্দি, ইংরেজি হল। এবার যদি একটু হরিয়ানভি মিউজিক ও ভোজপুরি মিউজিকের দিকে চোখ রাখা যায় তাহলে উদাহরণ হিসেবে দারুন দারুন হিট গান পাওয়া যাবে। আজকাল হরিয়ানভি মিউজিক ও ভোজপুরি…

Avatar

অনেক হিন্দি, ইংরেজি হল। এবার যদি একটু হরিয়ানভি মিউজিক ও ভোজপুরি মিউজিকের দিকে চোখ রাখা যায় তাহলে উদাহরণ হিসেবে দারুন দারুন হিট গান পাওয়া যাবে। আজকাল হরিয়ানভি মিউজিক ও ভোজপুরি মিউজিকের কদর বাড়ছে। মানুষ এই ধরনের মিউজিকের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং নিজেদের বিভিন্ন শোতে এই ধরনের মিউজিক প্লে করছে। কারণ, এই মিউজিক এতটাই ফাস্ট যে একবার কানে গেলে ভাষা বুঝুন বা না বুঝুন নাচতে মন চাইবেই চাইবে।

এখনও পর্যন্ত, যারা যারা হরিয়ানভি, ভোজপুরি বা পাঞ্জাবি গানের সঙ্গে তাল মিলিয়ে ভিডিও করেছেন সোশ্যাল মিডিয়ায়, তারা প্রত্যেকেই প্রায় হিট। কারণ, এই গানগুলো খুবই আকর্ষণীয়। তাছাড়া, এই গানের সঙ্গে শিল্পীরা যেভাবে নৃত্য উপস্থাপন করে তাতে করে এটা দর্শকদের ভরপুর এনার্জি দেয়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সম্প্রতি একটি গান ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গানের জন্য ভিডিওটিও ভাইরাল হয়েছে। এক ইউটিউবার হরিয়ানভি গান Gullak fod ke এর সঙ্গে চূড়ান্ত নেচেছেন। গানটি এমনিতেই সুপার হিট। এর মিউজিক এতটাই হাই ভোল্টেজের যে গান শুনলেই নাচ আপনেআপ বেরিয়ে আসবে। প্রসঙ্গত, 2022 সালে প্রকাশিত একটি হরিয়ানভি অ্যালবাম’গুল্লাক ফোড কে-তে গানটি রয়েছে, এই গানটির সুর দিয়েছেন প্রতিভাবান সুরকার ফরমানি নাজ। আজকাল বিভিন্ন স্টেজে এই গান শোনা যায়, তাই গান যখন হিট তখন গানের সঙ্গে পারফরম্যান্সও হিট হওয়াটাই স্বাভাবিক।

Gullak fod ke এর দৌলতে এক ইউটিউবার যথেষ্ট ফেমাস হয়েছেন । এখনও পর্যন্ত তার চ্যানেলের সাবস্ক্রাইবারদের সংখ্যা প্রায় 1.44 M. তার প্রত্যেকটা নাচের ভিডিও লাখ লাখ দর্শক উপভোগ করেন। আপনি যদি Neelu Maurya Official চ্যানেলে প্রবেশ করেন তবে একাধিক হিট মিউজিকের সঙ্গে করা দমদার নাচের পারফরম্যান্স দেখতে পাবেন। তাহলে দেরি কেন, আবার দেখে নিই Gullak fod ke।

About Author