Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

৮০ হাজারের পরিবর্তে মাত্র ২৬ হাজারে বাড়ি নিয়ে আসুন এই বাইক, কেনার এমন অফার আর পাবেন না

গ্রাম হোক বা শহর আজকাল সবার কাছেই একটা স্কুটার বা বাইক রয়েছে। বাইক এবং স্কুটার আজকালকার দিনে দেশের লাইফ লাইন হয়ে উঠেছে। বিশেষত করোনা ভাইরাসের পর থেকে অনেকেই এই ধরনের…

Avatar

গ্রাম হোক বা শহর আজকাল সবার কাছেই একটা স্কুটার বা বাইক রয়েছে। বাইক এবং স্কুটার আজকালকার দিনে দেশের লাইফ লাইন হয়ে উঠেছে। বিশেষত করোনা ভাইরাসের পর থেকে অনেকেই এই ধরনের দুই চাকার যান ব্যবহার করতে শুরু করেছেন। বাইক এবং স্কুটার কিনতে বিশেষ টাকা খরচ হয় না। পাশাপাশি, আপনারা খুব কম খরচের মধ্যে নিশ্চিন্তে আপনার গন্তব্যে পৌঁছে যেতে পারেন বাইক অথবা স্কুটি ব্যবহার করে। কিন্তু অনেকেই এমন আছেন যারা সেকেন্ড হ্যান্ড বাইক অথবা স্কুটার কিনতে বেশি পছন্দ করেন। নতুন স্কুটার অথবা বাইক কেনার মত বাজেট না থাকার কারণে অনেকেই সেকেন্ড হ্যান্ড জিনিস ব্যবহার করেন। কিন্তু সমস্যা হয়ে যায় সেকেন্ড হ্যান্ড বাইক অনেক সময় খারাপ থাকে। আসলে কোন জায়গাতে ভালো সেকেন্ড হ্যান্ড জিনিস পাওয়া যায় সেটা অনেকেই হয়তো জানেন না। অনেক সময় সেকেন্ড হ্যান্ড বাইকের ভালো অফার তারা পান না। তাই এই সব কিছুর সমাধান নিয়ে আজ আমরা হাজির হয়েছি। এই আর্টিকেলে আমরা বাজারের বর্তমান সবথেকে জনপ্রিয় বাইক হিরো স্প্লেন্ডার প্লাসের কিছু দুর্দান্ত অফার নিয়ে এসেছি, আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন।

আপনাদের জানিয়ে রাখি, বাজারে হিরো স্প্লেন্ডার প্লাস বাইক এর দাম ৭২,০৭৬ টাকা থেকে ৭৬,৩৪৬ টাকার মধ্যে থাকে। আপনার কাছে যদি এই বাজেট না থাকে তাহলে চিন্তা করার বিশেষ কোনো কারণ নেই। কিছু অনলাইন ওয়েবসাইট রয়েছে যেখানে আপনারা লগইন করে খুব সস্তায় এই বাইক কিনে নিতে পারেন। এর মধ্যে সবথেকে জনপ্রিয় ওয়েবসাইট হলো ওএলএক্স। এই ওয়েবসাইটে এই মুহূর্তে একটি হিরো স্প্লেন্ডার প্লাস সেকেন্ড হ্যান্ড বাইক নিবন্ধিত রয়েছে যার দাম রাখা হয়েছে ৩০ হাজার টাকা। এই বাইকটি ২০১৬ মডেলের। এই বাইকের মালিক জানিয়েছেন ২০২৫ সাল পর্যন্ত এই বাইকের বীমা রয়েছে। ফলে এই বাইকটি আপনি নিঃসন্দেহে কিনতে পারেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দ্বিতীয় বাইকটি আসছে ড্রুম নামের ওয়েবসাইট থেকে। এই ওয়েবসাইটে ২০১৭ সালের একটি মডেল তালিকাভুক্ত করা হয়েছে যার দাম রাখা হয়েছে ২৬ হাজার টাকা। এই বাইকটির ২০২৫ সাল পর্যন্ত বীমা করানো রয়েছে এবং DROOM থেকে কিনলে আপনি আর্থিক অফার ও পেতে পারেন।

এই তালিকায় তৃতীয় বাইকটি BIKEDEKHO ওয়েবসাইটে লিস্ট করা হয়েছে যার দাম রাখা হয়েছে ২০ হাজার টাকা। এই বাইকটি ২০১৭ সালের একটি মডেল। তবে এই বাইকটির দাম কম হওয়ার কারণ এই বাইকের বীমা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। তাই যদি আপনাকে এই বাইকটি কিনতে হয় তাহলে আপনাকে নিজে থেকে বীমা করাতে হবে। এমনিতে বাইকের কন্ডিশন খুবই ভালো। তাই আপনি এই বাইকটিও পছন্দের তালিকায় রাখতে পারেন।

About Author