প্রিমিয়াম সেগমেন্টে ক্রুজার বাইকের কথা বললেই যেই কোম্পানির কথা প্রত্যেকের মাথায় আসে তা হল হারলে ডেভিডসন। তবে এবার ভারতীয় বাজারে ধামাকা করতে চলেছে এই কোম্পানি। তারা খুব শীঘ্রই একটি সাশ্রয় মূল্যের বাইক লঞ্চ করতে চলেছে যা নিয়ে ব্যাপক উৎসাহিত বাইকপ্রেমীরা। জানা গিয়েছে, হারলে ডেভিডসন আগামী ৩ জুলাই ভারতীয় বাজারে তাদের সবচেয়ে সস্তা বাইক Harley Davidson X440 লঞ্চ করবে। ইতিমধ্যেই বাইকের কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে। বাইকে কি কি স্পেসিফিকেশন থাকবে এবং এর দাম কত হবে? জানতে এই প্রতিবেদনটি অবশ্যই শেষ পর্যন্ত পড়ুন।
হারলে ডেভিডসনের এই বাইক তৈরি হয়েছে হিরো মোটোকর্পের পার্টনারশিপে। এই বাইকটির স্টাইলিং এর কাজ করেছে হারলে ডেভিডসন এবং অন্যদিকে এর ইঞ্জিনিয়ারিং, টেস্টিং ইত্যাদি কাজ করেছে হিরো। এই বাইকে ৪৪০ সিসি এর সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা ৩৫ bhp শক্তি উৎপাদন করতে পারে। এছাড়া এতে ৬ স্পিড ট্রান্সমিশন এবং স্লিপার ক্লাচ দেখা যাবে। এই বাইকের সামনের অংশে টেলিস্কোপিক ফর্কের পরিবর্তে ব্যবহার করা হয়েছে USD ফর্ক। এছাড়া এই বাইকে পাওয়া যাবে ডুয়েল চ্যানেল এবিএস এবং ব্রাইবে ডিস্ক ব্রেক। এছাড়া এতে থাকবে ডিজিটাল ইন্সট্রুমেন্টাল ক্লাসটার। বাইকটির লুক বেশ স্পোর্টি হলেও এটি ক্রুজার সেগমেন্টে বাজিমাত করবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowইতিমধ্যে ভারতীয় মার্কেটে এই বাইকের বুকিং শুরু হয়ে গিয়েছে। কোম্পানির অফিসিয়াল ডিলারশিপের মাধ্যমে এই বাইক আপনি এখনই বুক করতে পারবেন। এই বাইক বুক করতে বুকিং অ্যামাউন্ট হিসেবে ২৫,০০০ টাকা জমা দিতে হবে। বিশেষজ্ঞরা মনে করছেন এই বাইক ভারতীয় বাজারে ২.৫ লাখ থেকে ৩ লাখ টাকার মধ্যে আসবে। সেক্ষেত্রে এই বাইকটি হার্লে ডেভিডসন কোম্পানির সবচেয়ে সস্তা বাইক হবে। এই বছরের সেপ্টেম্বর মাস থেকেই বাইকের ডেলিভারি শুরু হয়ে যাবে।