Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মঞ্চে নাচতে গিয়ে দুষ্টু এক্সপ্রেশন দিলেন মনিকা চৌধুরী, স্যুট তুলে দেদার নেচে কাঁপালেন (VIDEO)

মঞ্চে আগুন ধরিয়ে দিলেন মনিকা চৌধুরী। এই নৃত্যশিল্পী যখনই স্টেজে ওঠেন সেখানে হাজার হাজার দর্শক এসে ভিড় জমান। অন্যান্য হরিয়ানভি নৃত্যশিল্পীদের মধ্যে মনিকা হলেন অন্যতম। সম্প্রতি তার একটি নাচের পারফরম্যান্স ভাইরাল…

Avatar

মঞ্চে আগুন ধরিয়ে দিলেন মনিকা চৌধুরী। এই নৃত্যশিল্পী যখনই স্টেজে ওঠেন সেখানে হাজার হাজার দর্শক এসে ভিড় জমান। অন্যান্য হরিয়ানভি নৃত্যশিল্পীদের মধ্যে মনিকা হলেন অন্যতম। সম্প্রতি তার একটি নাচের পারফরম্যান্স ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

মনিকার ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে যে মনিকা একটি স্টেজে দেদার নাচ করছেন। তার পরনে রয়েছে একটি সাদা এবং কমলা রঙের স্যুট। ভিডিওতে দেখা যাচ্ছে, যখনই মনিকা চৌধুরী মঞ্চে নাচছেন, তখনই সেখানে দাঁড়িয়ে থাকা লোকজন হাততালি দিচ্ছেন এবং শিস দিচ্ছেন। এই ভিডিওতেও আপনি দেখতে পাবেন মনিকা চৌধুরী কিভাবে তার শরীরে হিল্লোল তুলছেন আর উপস্থিত দর্শকদের কাবু করছেন। এমনকি মনিকা চৌধুরীর নাচ দেখে লোকজন তাদের আসন থেকে উঠে নাচ শুরু করে দিয়েছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভাইরাল হয়এই ভিডিওটি ইউটিউব পেজ ত্রিমূর্তি ক্যাসেটসে শেয়ার করা হয়েছে , যা প্রচুর মানুষ দেখছে, লাইক ও কমেন্ট করছে। এখনও পর্যন্ত 5 লাখ 32 হাজার মানুষ এই ভিডিওটি দেখেছেন। এছাড়া ভিডিওটি দেখে অনেকেই ভালো মন্তব্য করেছেন। কেউ মনিকার উদ্দেশ্যে লিখেছেন, ‘আপনার নাচ আমার খুব পছন্দ হয়েছে’। প্রসঙ্গত, মনিকা চৌধুরীর নাচ দেখতে দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসে এবং মানুষের জমায়েত আর হুল্লোড় বুঝিয়ে দেয় তুমি কতটা হিট। তাহলে আর দেরি কেন? দেখে নিন হরিয়ানভি নৃত্যশিল্পী মনিকা চৌধুরীর মশলাদার পারফরম্যান্স আর দুষ্টু এক্সপ্রেশন।

About Author