Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ঘড়িতে রাত ১২টা, খেসারি-আম্রপালি করলেন জবরদস্ত রোম্যান্স, ইন্টারনেটে বইছে উত্তেজনার পারদ (VIDEO)

আজকাল ভোজপুরি গানের চাহিদা অনেক বেড়েছে, তাই, ইউটিউবে ভোজপুরি মিউজিক ভিডিওর সংখ্যা যেমন বাড়ছে তেমনই বাড়ছে ভিউইয়ার্স ও সাবস্ক্রাইবার। অন্যদিকে, সুপারস্টার খেসারি লাল যাদব এবং অভিনেত্রী আম্রপালি দুবের একটি ভিডিও,…

Avatar

আজকাল ভোজপুরি গানের চাহিদা অনেক বেড়েছে, তাই, ইউটিউবে ভোজপুরি মিউজিক ভিডিওর সংখ্যা যেমন বাড়ছে তেমনই বাড়ছে ভিউইয়ার্স ও সাবস্ক্রাইবার। অন্যদিকে, সুপারস্টার খেসারি লাল যাদব এবং অভিনেত্রী আম্রপালি দুবের একটি ভিডিও, যারা এই মুহূর্তে জনপ্রিয় জুটি, তাদের ভিডিও একবার আপলোড হলেই সেটি খুব দ্রুত ভাইরাল হচ্ছে। মানুষ তাদের রোমান্টিক স্টাইল পছন্দও করছে।

সম্প্রতি, আম্রপালি ও খেসারির একটি মিউজিক ভিডিও নিয়ে বেশ চর্চা চলছে নেট মহলে। আম্রপালি এবং খেসারির ‘পালং টুট জয় রাজা জি…’ মিউজিক ভিডিওটি ইতিমধ্যে ইউটিউবে ভাইরাল হয়েছে। এই গানটি গেয়েছেন খেসারি ও ইন্দু সোনালি। গানটিতে তাদের সিজলিং কেমিস্ট্রি বেশ শোরগোল ফেলেছে, এই গানটি ‘ডলি সাজা কে রাখা’ (Doli Saja Ke Rakhna) ছবির।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ভাইরাল হয় ভিডিওতে আম্রপালীকে বিভিন্ন শাড়ি পরা অবস্থায় দেখা যাচ্ছে, যাতে তাকে বেশ হট দেখাচ্ছে। তার স্টাইল এবং রোমান্স দেখে তার ভক্তরাও পাগল হয়ে যাচ্ছেন। অন্যদিকে খেসারিকেও দেখা যাচ্ছে বেশ হ্যান্ডসাম লুকে। আপনি এই ভিডিওটি PBR Music ইউটিউব চ্যানেলে দেখতে পারেন যেখানে এটি আপলোড করা হয়েছে। এখন পর্যন্ত এই গানের ভিডিওটিতে 61 মিলিয়ন ভিউ পাওয়া গেছে, যা সাধারণ ভিউ নয়। এর থেকে বোঝা যাচ্ছে যে এই দুজনের জুটি কতটা আগুন ছড়াচ্ছে মানুষের মনে।

আম্রপালিকে সোশ্যাল মিডিয়ার সেনসেশনাল কুইন বলা হয়। পাশাপাশি খেসারির গানের সঙ্গে তাদের এক ঝলক দেখা মাত্রই মানুষ হুঁশ হারায়। বিশেষ করে, ভাইরাল হওয়া এই গানের ভিডিওতে দুই অভিনেতাই জমিয়ে রোমান্স করছেন, তাদের রোম্যান্স ও এক্সপ্রেশন দুইই দেখার মতো। চলুন দেখে নিই ভিডিওটি।

About Author