মাত্র ২৫ হাজার টাকা দিয়ে বুক করুন ৭ সিটের এই গাড়ি, জানুন কী কী ফিচার পাবেন
মাত্র ২৫ হাজার টাকা দিলেই এই দুর্দান্ত গাড়ি আপনি নিজের করে নিতে পারেন
ভারতের গাড়ির বাজারে বড় খবর। খুব শীঘ্রই মারুতি সুজুকি ইন্ডিয়া ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে তাদের নতুন সেভেন সিটার গাড়ি মারুতি সুজুকি ইনভিকটো। দারুণ উন্নত কিছু ফিচারে সজ্জিত হতে চলেছে এই গাড়িটি। ৫ জুলাই এর মধ্যে ভারতের বাজারে চলে আসতে পারে এই গাড়ি। মূলত টয়োটা কোম্পানির ইনোভা হাই ক্রসের উপর ভিত্তি করে এই গাড়িটি তৈরি করতে চলেছে মারুতি সুজুকি ইন্ডিয়া। এছাড়াও কিয়া কার্নিভাল এবং মাহিন্দ্রা XUV 700 গাড়ির সঙ্গে প্রতিযোগিতা করবে এটি।
ইতিমধ্যেই মারুতি সুজুকি এই গাড়িটির বুকিং শুরু করে দিয়েছে। আপনি কোম্পানির ওয়েবসাইটে গিয়ে মাত্র ২৫ হাজার টাকা টোকেন মানি দিয়ে এই গাড়িটি বুক করতে পারেন। কোম্পানি এই গাড়িতে দুটি ইঞ্জিন অপশন রাখতে চলেছে। প্রথম ইঞ্জিন কি হবে ২ লিটারের পেট্রোল ইঞ্জিন এবং দ্বিতীয়টি হবে ২ লিটারের পেট্রোল হাইব্রিড ইঞ্জিন। এই ইঞ্জিনদুটি ৬৬০০ আরপিএম গতিতে ১৭৪ পিএস সর্বোচ্চ পাওয়ার এবং ২০৪ নিউটন মিটার সর্বোচ্চ টর্ক তৈরি করতে সক্ষম হবে।
এছাড়াও এই গাড়িতে ১০.১ ইঞ্চি টাচস্ক্রিন প্যানেল থাকবে। এছাড়াও থাকবে ফগ ল্যাম্প, পুডল ল্যাম্প, LED DRL, এলইডি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এমবিয়েন্ট লাইটিং, অটো ডিমিং ফিচার, ১৭ ইঞ্চি অ্যালয় হুইল, রিয়ার ডিফগার, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম, পাওয়ার টেল গেট এবং সানরুফ। MARUTI SUZUKI এই মুহূর্তে এই গাড়ির দামের সম্পর্কে বিশেষ কোন তথ্য দেয়নি। তবে অনুমান করা হচ্ছে এই গাড়িটি মোটামুটি ২০ লক্ষ টাকার প্রারম্ভিক বাজার মূল্যে ভারতে আসতে পারে। আপনি মাত্র ২৫ হাজার টাকা দিয়েই এই গাড়িটি বুক করার সুযোগ পেয়ে যাবেন।