ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম সেক্সি অভিনেত্রী হলেন বঙ্গ তনয়া অন্তরা ওরফে মোনালিসা (Monalisa)। এই অভিনেত্রীর জাদুতে বুঁদ নেট জনতার একটা বড় অংশ। ভোজপুরি সিনেমা হোক বা মিউজিক ভিডিও সবেতেই মোনালিসা চমৎকার। তার আবেদনে ভরপুর শরীর ও নাচে কাবু দর্শকরা। সম্প্রতি, মোনালিসার একটি রিল ভিডিও বেশ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
কালো শাড়িতে যেকোনো নারী সুন্দর ও মোহময়ী লাগে। সেরকমই কালো শাড়িতে সুপার কিলিং লুকে ধরা দিলেন মোনালিসা। অভিনেত্রীর পোস্ট করা রিল ভিডিওতে দেখা যাচ্ছে তিনি একটি কালো স্লিভলেস ব্লাউজ পড়েছেন, পরনে কালো শাড়ি, খোলা চুল ও মানানসই মেক আপ। বলিউড ফিল্মি গান চলছে Saree Ke Fall Sa। এই গানে অসম্ভব কোমর দুলিয়ে নাচ করেছেন মোনালিসা। যারা তাঁর ফলোয়ার, তাদের মধ্যে অনেকেই মোনালিসার নাচের প্রশংসা করেছেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowমোনালিসা ওরফে অন্তরা বিশ্বাস একজন বাঙালি।যদিও তিনি ভোজপুরী ইন্ডাস্ট্রির একজন পাকা খেলোয়াড়। সংস্কৃতে স্নাতক এই মেয়েটি বলিউডে পা রাখেন ‘ব্ল্যাকমেল’ ছবি দিয়ে। এরপরেই বিগ বস ১০ এর ঘরে প্রতিযোগী হয়ে যান। একে একে অনেকে চিনতে শুরু করে মোনালিসাকে। এরপর, তিনি একটি একটা ওড়িয়া বিজ্ঞাপনী ছবি করেন। তখন থেকেই ভোজপুরী ইন্ডাস্ট্রির নজরে আসেন অন্তরা। রাতারাতি হয়ে ওঠেন হট মোনালিসা। শুধু ভোজপুরী ইন্ডাস্ট্রিতে নয়, বেশ কিছু হিট হিন্দি ধারাবাহিকে চুটিয়ে কাজ করেছেন অন্তরা ওরফে মোনালিসা। এমনকি বাংলা ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’ সিজন টু তে তিনি ছিলেন হট অ্যান্ড বোল্ড ঝুমা বৌদি।
সোশ্যাল মিডিয়ায় ভীষণ অ্যাক্টিভ এই অভিনেত্রী। প্রায় সময় নিজের বিভিন্ন মুডের ছবি পোস্ট করেন। কখনো বোল্ড ছবি দিয়ে ইনস্টাগ্রাম পেজ গরম করে তোলেন তো কখনো মজাদার ভিডিও বানিয়ে দর্শক টানেন। দেখুন মোনালিসার হট অ্যান্ড সেক্সি রিল ভিডিও।