Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Dev-Subhashree: সেরার পুরস্কার হাতে নিয়ে দেবের পাশে দাঁড়িয়ে শুভশ্রীর মুখে বরের নাম

বৈশাখী সন্ধ্যায় আবারো একসাথে এক ছাদের তলায় টলিউডের প্রাক্তন জুটি। একটা সময়ে একসাথে বড়পর্দায় একাধিক হিট ছবিতে কাজ করেছেন দেব-শুভশ্রী। 'চ্যালেঞ্জ' থেকে শুরু করে 'পরান যায় জ্বলিয়া রে', 'খোকাবাবু', 'রোমিও'র…

Avatar

বৈশাখী সন্ধ্যায় আবারো একসাথে এক ছাদের তলায় টলিউডের প্রাক্তন জুটি। একটা সময়ে একসাথে বড়পর্দায় একাধিক হিট ছবিতে কাজ করেছেন দেব-শুভশ্রী। ‘চ্যালেঞ্জ’ থেকে শুরু করে ‘পরান যায় জ্বলিয়া রে’, ‘খোকাবাবু’, ‘রোমিও’র মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন তারা। রূপালী পর্দায় তাদের অনস্ক্রিন রসায়ন শুরু থেকেই নজর কেড়েছিল সকলের। বাস্তবে মিডিয়াতে তাদের সম্পর্ক নিয়ে কম চর্চা ছিল না। তবে পরবর্তীকালে দুজনের জীবন আলাদা হয়েছে। ভিন্ন জীবনে ভিন্ন জীবনসঙ্গীর সাথেই সুখী রয়েছেন তারা। সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই এক মঞ্চে দেখা মিলল তাদের।

কল্লোল লাহিড়ীর গল্প ‘ইন্দুবালা ভাতের হোটেল অবলম্বনে’ ওয়েব সিরিজ তৈরি করেছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। এই সিরিজের মুখ্য ভূমিকায় দেখা মিলেছে শুভশ্রী গাঙ্গুলীর। এছাড়াও সিরিজে স্নেহা চ্যাটার্জী, অঙ্গনা রায়, রাহুল অরুণদয় ব্যানার্জীর মতো একাধিক অভিনেতাদের অভিনয় করতে দেখা গিয়েছে। এই মুহূর্তে সেই ওয়েব সিরিজের সূত্রেই সেরার পুরস্কার হাতে উঠল রাজ ঘরণীর। খুব সম্প্রতি ‘টিভি নাইন বাংলা’ ‘ঘরের বাইস্কোপ’ নামে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করেছিল। আর সেই অনুষ্ঠানেই ‘ইন্দুবালা ভাতের হোটেল’এর সূত্রেই সেরার মুকুট শুভশ্রীর মাথায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদিন ‘ঘরের বাইস্কোপ’ ছিল তারকা বেষ্টিত। তাদের মধ্যে শুভশ্রী অন্যতম। হইচইয়ের এই অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজের সূত্রেই আপাতত চর্চার আলোক কেড়েছেন রাজ ঘরণী। তার হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য এদিন মঞ্চে উপস্থিত ছিলেন বর্তমানের জনপ্রিয় পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও টলিউডের সুপারস্টার দেব। আর প্রাক্তনের হাত থেকে পুরস্কার নিয়েই মাইক ধরেছিলেন রাজ ঘরণী। সিরিজের প্রযোজক থেকে পরিচালক, মেকাপ আর্টিস্টদের পাশাপাশি সমস্ত কলাকুশলীদের ধন্যবাদ জানিয়েছিলেন অভিনেত্রী। পাশাপাশি দৃঢ় কন্ঠে ধন্যবাদ জানিয়েছিলেন তার পরিবার, সাপোর্টিভ বর রাজ চক্রবর্তী ও ছেলে ইউভানকে।‌

মঞ্চে নিজের প্রাক্তনের পাশে দাঁড়িয়ে নিজের বর্তমান জীবনসঙ্গীর নাম নিতেই নেটমহলে একাংশের মাঝে চর্চায় উঠে এসেছেন অভিনেত্রী। নেটজনতার নানাবিধ মতামতও উঁকি দিয়েছে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায়। দেবের পাশে দাঁড়িয়ে রাজের গুনগান করেই একাংশের মাঝে প্রশংসা পেয়েছেন তিনি। উল্লেখ্য, সবসময়ের মতো এদিনও অভিনেত্রীর সাজ নজর কেড়েছিল সকলের। সিল্কের শাড়িতে, খোলা চুলে, নিউড মেকাপ নিয়েছিলেন তিনি। বজায় রেখেছিলেন প্রাণবন্ত হাসিও, যা নিঃসন্দেহে তার খুশির বহিঃপ্রকাশ ছিল।

About Author